১. প্রশ্ন: পানামনগর কোথায় এবং কেন গড়ে উঠেছিল?
উত্তর: উনিশ শতকে হিন্দু বণিকদের সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে সোনারগাঁওয়ে পানামনগর গড়ে ওঠে।
২. প্রশ্ন: সোনারগাঁও কোথায় অবস্থিত এবং কোন সময়ের রাজধানী ছিল?
উত্তর: সোনারগাঁও ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত। সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল।
৩. প্রশ্ন: লালবাগ কেল্লাটি কোথায় এবং কে নির্মাণকাজ শুরু করেন?
উত্তর: ঢাকার দক্ষিণ-পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে ১৬৭৮ খ্রিষ্টাব্দে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়। আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গটির নির্মাণকাজ শুরু করেন।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা