পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৩ - শূন্যস্থান পূরণ

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১. প্রশ্ন: উদ্ভিদের দেহের প্রায় শতকরা ____ ভাগ পানি।

উত্তর: ৯০

২. প্রশ্ন: মানবদেহের শতকরা ____ ভাগ পানি।

উত্তর: ৬০-৭০

৩. প্রশ্ন: বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ____ বলে।

উত্তর: ঘনীভবন

৪. প্রশ্ন: পানিকে তাপ দিলে ____ পরিণত হয়।

উত্তর: জলীয় বাষ্পে

৫. প্রশ্ন: তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে ____ ।

উত্তর: বাষ্পীভবন

৬. প্রশ্ন: পানিচক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার ____ ঘটছে।

উত্তর: পরিবর্তন

৭. প্রশ্ন: সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে ____ পরিণত হয়।

উত্তর: জলীয় বাষ্পে

৮. প্রশ্ন: জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য পানিকে ____ বেশি সময় ধরে ফুটাতে হবে।

উত্তর: ২০ মিনিটের

৯. প্রশ্ন: আর্সেনিকমুক্ত পানি ফিটকিরি বা ব্লিচিং পাউডার দিয়ে ____ করা যায় না।

উত্তর: নিরাপদ

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা