ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
[পূর্ববর্তী লেখার পর]
বিপরীত শব্দ
যখন দুটি সমজাতীয় শব্দ পরস্পর বিপরীত ধারণা প্রকাশ করে, তখন তাদের বিপরীত শব্দ বলে। বিপরীত শব্দের চর্চা ভাষার দক্ষতা অর্জনে সহায়তা করে।
বাক্যের নিচে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো।
প্রদত্ত বাক্য: এই শহরে অনেক মানুষ থাকে।
উত্তর: এই শহরে অল্প মানুষ থাকে।
প্রদত্ত বাক্য: বীথির বাড়ি দূরে।
উত্তর: বীথির বাড়ি কাছে।
প্রদত্ত বাক্য: শুকনা খাবার আমার পছন্দ।
উত্তর: শুকনা খাবার আমার অপছন্দ।
প্রদত্ত বাক্য: আজ গরম পড়েছে।
উত্তর: আজ ঠান্ডা পড়েছে।
প্রদত্ত বাক্য: তিনি ঘুমিয়ে ছিলেন।
উত্তর: তিনি জেগে ছিলেন।
প্রদত্ত বাক্য: এ জমি উর্বর।
উত্তর: এ জমি অনূর্বর।
প্রদত্ত বাক্য: ভালো কাজ করব।
উত্তর: খারাপ কাজ করব।
প্রদত্ত বাক্য: তুমি যাও।
উত্তর: তুমি এসো।
প্রদত্ত বাক্য: ছেলেটি চালাক।
উত্তর: ছেলেটি বোকা।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]