৩৪. প্রাথমিক শিল্পের অন্তর্গত—
i. খনি থেকে কয়লা উত্তোলন
ii. ধান উৎপাদন
iii. গবাদিপশু পালন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. নিচের কোনটি সংযুক্ত শিল্পের অন্তর্গত?
ক. লৌহ ও ইস্পাত শিল্প
খ. সাবান তৈরি শিল্প
গ. সিমেন্ট তৈরি
ঘ. মোটরগাড়ি উৎপাদন
৩৬. ব্যবসায়ে ঝুঁকি হ্রাসের জন্য নিচের কোনটি প্রয়োজন?
ক. তথ্য সংগ্রহ খ. বিমা
গ. পণ্য মজুতকরণ ঘ. পণ্যের মান উন্নয়ন
৩৭. বিশ্লেষণ শিল্পের অন্তর্গত—
i. পেট্রল
ii. ইস্পাত
iii. ডিজেল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. ব্যবসায়ের কোন কার্যাবলির মাধ্যমে পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধি করা হয়?
ক. মোড়কীকরণ
খ. প্রমিতকরণ
গ. গুদামজাতকরণ
ঘ. পর্যায়িতকরণ
৩৯. হাবিব হাসান ভারত থেকে সুতা এনে বিভিন্ন টেক্সটাইল ফ্যাক্টরিতে বিক্রয় করেন। হাবিব হাসান কোন ধরনের বাণিজ্যে নিয়োজিত?
ক. আমদানি খ. অভ্যন্তরীণ
গ. রপ্তানি ঘ. পুনঃরপ্তানি
৪০. ব্যবসায়ের ক্ষেত্রে প্রমিতকরণ কী ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. রূপগত খ. প্রচারগত
গ. বিক্রয়গত ঘ. মানগত
৪১. হিমেল খেজুরের রস থেকে গুড় তৈরি করেন। নিজস্ব পরিবহনে কুষ্টিয়া জেলা শহরের বিভিন্ন পাইকারি দোকানে সরবরাহ করেন। হিমেল এ ক্ষেত্রে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
ক. সময়গত ও রূপগত
খ. রূপগত ও স্থানগত
গ. রূপগত ও অর্থগত
ঘ. অর্থগত ও স্থানগত
৪২. নিচের কোনটিকে উৎপাদনের বাহন বলা হয়?
ক. প্রযুক্তি খ. যন্ত্রপাতি
গ. মূলধন ঘ. শিল্প
৪৩. নিচের কোনটি সামাজিক ব্যবসায়ের সঙ্গে সম্পর্কযুক্ত?
i. ব্যক্তিগত আর্থিক স্বার্থ রক্ষা
ii. অর্জিত মুনাফা ব্যবসায় সম্প্রসারণে বিনিয়োগ
iii. বিনিয়োগকারীর মূলধন ফেরত প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. বাণিজ্যের বৈশিষ্ট্যের অন্তর্গত হলো—
i. বিভিন্ন উপযোগ সৃষ্টি
ii. ব্যবসায়ের বণ্টনকারী শাখা
iii. চাহিদা ও জোগানের সমন্বয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন করে কোনটি?
ক. বিমা খ. ব্যবসায়
গ. অবলেখক ঘ. ব্যাংক
৪৬. সৌরবিদ্যুৎ উৎপাদন কোন শিল্পের অন্তর্গত?
ক. প্রজনন খ. সেবা পরিবেশক
গ. প্রক্রিয়াভিত্তিক ঘ. নিষ্কাশন
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩৪.ঘ ৩৫.ক ৩৬.খ ৩৭.খ ৩৮.ক ৩৯.ক ৪০.ঘ ৪১.খ ৪২.ঘ ৪৩.গ ৪৪.ঘ ৪৫.ঘ ৪৬.ঘ
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা