বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০) : অধ্যায় ১ | ব্যবসায় উদ্যোগ - নবম শ্রেণি

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৫১. ব্যবসায় সব সময় কী বিদ্যমান থাকে?

ক. ঝুঁকি খ. বিমা

গ. মুনাফা ঘ. ক্ষতি

৫২. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক কোনটি?

ক. ব্যয় বাড়ানো

খ. উৎপাদন বাড়ানো

গ. নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা

ঘ. বেশি ঝুঁকি নেওয়া

৫৩. ‘ব্যাংকিং’ কোন ধরনের শিল্প?

ক. সেবা খ. আর্থিক

গ. নির্মাণ ঘ. সহায়তা

৫৪. বাজার ও শহর সৃষ্টি হয় কোন যুগে?

ক. প্রাচীন যুগে খ. মধ্য যুগে

গ. আধুনিক যুগে ঘ. প্রস্তর যুগে

৫৫. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কবে?

ক. প্রাচীন যুগে খ. মধ্য যুগে

গ. আধুনিক যুগে ঘ. প্রস্তর যুগে

৫৬. কোনটি আধুনিক যুগের নিদর্শন?

ক. কাগুজে মুদ্রা খ. দ্রব্য বিনিময়

গ. শিল্পবিপ্লব ঘ. সংগঠন

৫৭. ব্যাংকব্যবস্থার প্রচলন হয় কোন যুগে?

ক. আধুনিক যুগে খ. মধ্য যুগে

গ. প্রস্তর যুগে ঘ. প্রাচীন যুগে

৫৮. বিমাব্যবস্থার প্রচলন হয় কোন যুগে?

ক. আধুনিক খ. মধ্য

গ. প্রস্তর ঘ. প্রাচীন

৫৯. ATM–এর পূর্ণ রূপ কী?

ক. Automatic Taka Machine

খ. Automated Teller Machine

ক. Automated Taka Maker

খ. All Time Money

৬০. আধুনিক ব্যবসাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫১.ক ৫২.গ ৫৩.ক ৫৪.খ ৫৫.খ ৫৬.গ ৫৭.ক ৫৮.ক ৫৯.খ ৬০.খ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা