৪১. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোন সরকারের গুণাবলি?
ক. একনায়কতান্ত্রিক খ. এককেন্দ্রিক
গ. সমাজতান্ত্রিক ঘ. যুক্তরাষ্ট্রীয়
৪২. সহজ সাংগঠনিক ব্যবস্থা কোন সরকারের প্রধান গুণ?
ক. সংসদীয় খ. এককেন্দ্রিক
গ. যুক্তরাষ্ট্রীয় ঘ. গণতান্ত্রিক
৪৩. ‘মিতব্যয়িতা’ কোন সরকারের গুণ?
ক. সংসদীয় খ. গণতান্ত্রিক
গ. এককেন্দ্রিক ঘ. পুঁজিবাদী
৪৪. এককেন্দ্রিক সরকারের গুণ কোনটি?
ক. স্থায়িত্ব
খ. নমনীয়তা
গ. জাতীয় ঐক্যের প্রতীক
ঘ. দায়িত্বশীলতা
৪৫. কোন ধরনের সরকারব্যবস্থা স্থানীয় নেতৃত্ব বিকাশের অনুকূল নয়?
ক. এককেন্দ্রিক খ. যুক্তরাষ্ট্রীয়
গ. সংসদীয় ঘ. রাষ্ট্রপতি শাসিত
৪৬. বড় রাষ্ট্রের জন্যে কোন সরকার সুবিধাজনক নয়?
ক. পুঁজিবাদী খ. সংসদীয়
গ. যুক্তরাষ্ট্রীয় ঘ. এককেন্দ্রিক
৪৭. কোন সরকারের গঠনপ্রণালি জটিল?
ক. এককেন্দ্রিক খ. যুক্তরাষ্ট্রীয়
গ. রাষ্ট্রপতি শাসিত ঘ. একনায়কতন্ত্র
৪৮. কোন ধরনের সরকারব্যবস্থা স্থানীয় নেতৃত্ব বিকাশে সহায়ক?
ক. এককেন্দ্রিক খ. যুক্তরাষ্ট্রীয়
গ. সংসদীয় ঘ. রাষ্ট্রপতিশাসিত
৪৯. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় জনগণ—
i. একটি সরকারের প্রতি আনুগত্য দেখায়
ii. দুই প্রকার আইন ও আদেশ মেনে চলে
iii. রাজনৈতিকভাবে অধিকতর সচেতন হয়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৪১. খ ৪২. খ ৪৩. গ ৪৪. গ ৪৫. ক ৪৬. ঘ ৪৭. খ ৪৮. খ ৪৯. গ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা