১১. শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোগ ইত্যাদিকে সম্পদ বলা হয় না। কারণ—
i. উপযোগ নেই
ii. হস্তান্তরযোগ্যতা নেই
iii. বাহ্যিকতা নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. কোনটির সঙ্গে দেশের অর্থনৈতিক সম্পদের বিশেষ সম্পর্ক থাকে?
ক. চাহিদার খ. বণ্টনের
গ. অভাবের ঘ. উন্নয়নের
১৩. কোথায় সিলিকা বালু পাওয়া যায়?
ক. রংপুর খ. দিনাজপুর
গ. জামালপুর ঘ. ফরিদপুর
১৪. দিনাজপুরের মধ্যপাড়া ও রংপুরের রানীপুকুরে কিসের মজুদ রয়েছে?
ক. কয়লা খ. কঠিন শিলা
গ. গন্ধক ঘ. প্রাকৃতিক গ্যাস
১৫. প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য যেকোনো দেশে কত ভাগ বনাঞ্চল থাকা দরকার?
ক. ২৫ খ. ৩০
গ. ৩৫ ঘ. ৪০
১৬. বাংলাদেশের মোট বনভূমি মোট ভূখণ্ডের কত ভাগ?
ক. প্রায় ১১.১০ ভাগ
খ. প্রায় ১৩.১০ ভাগ
গ. প্রায় ১৬.১০ ভাগ
ঘ. প্রায় ২৫ ভাগ
১৭. নিচের কোনটি সর্বাধিক বনাঞ্চল সমৃদ্ধ দেশ?
ক. জাপান খ. ভারত
গ. আমেরিকা ঘ. বার্মা
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১.গ ১২.ঘ ১৩.ঘ ১৪.খ ১৫.ক ১৬.ক ১৭.ক
মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা