পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
প্রিয় এসএসসি ২০২৪ পরীক্ষার্থী, হিসাববিজ্ঞান পরীক্ষা উপলক্ষে শেষ মুহুর্তে দেখে নাও অধ্যায় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ও ১০ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন।
অধ্যায় ১
১. বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল কোনটি?
ক. বাংলা ভাষা খ. ধর্ম
গ. ছয় দফা ঘ. ভৌগোলিক বৈশিষ্ট্য
২. ‘বাংলা ভাষা দাবি দিবস’ পালনের ঘোষণা দেওয়া হয় কবে?
ক. ১১ মার্চ, ১৯৪৮
খ. ১৮ মার্চ, ১৯৪৯
গ. ২৫ মার্চ, ১৯৫১
ঘ. ২৬ মার্চ,১৯৫২
৩. ১৯৩৭ সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরোধিতা করেন কে?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. খাজা নাজিমউদ্দিন
গ. শেরে বাংলা এ কে ফজলুল হক
ঘ. শহিদ সোহরাওয়ার্দী
৪. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে কত সালে?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৪৮ সালে
৫. কোন নাটকের পটভূমি ছিল ‘ভাষা আন্দোলন’?
ক. কবর খ. ফুড কনফারেন্স
গ. পুতুলের বিয়ে ঘ. নীলদর্পণ
৬. ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল কবে?
ক. ১৯৪৭ সালের ফেব্রুয়ারি মাসে
খ. ১৯৪৭ সালের মে মাসে
গ. ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে
ঘ. ১৯৪৭ সালের জুন মাসে
৭. ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছিল কোনটি?
ক. অসমাপ্ত গল্প খ. আগুনের পরশমণি
গ. আরেক ফাল্গুন ঘ. নন্দিত নরকে
৮. বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল ছিল কোন দশকে?
ক. চল্লিশের দশকে খ. পঞ্চাশের দশকে
গ. ষাটের দশকে ঘ. সত্তরের দশকে
৯. রাষ্ট্রভাষা বাংলা পাকিস্তানের সংবিধানের অন্তর্ভুক্ত হয় কত সালে?
ক. ১৯৫৬ সালে খ. ১৯৫৮ সালে
গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬৯ সালে
১০. কোন সরকার ৬ দফাকে ‘বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি’ হিসেবে আখ্যায়িত করেন?
ক. ইস্কান্দার মির্জা খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. জেনারেল ভুট্টো ঘ. আইয়ুব খান
১১. আইয়ুব খান ১৯৬৫ সালে কত ভোটে কাউন্সিল সদেস্যর প্রেসিডেন্ট নির্বাচিত হন?
ক. ৬৫ হাজার খ. ৮০ হাজার
গ. ৮২ হাজার ঘ. ৮৫ হাজার
১২. ভাষা আন্দোলনের ফলে—
i. বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়
ii. জাতীয়তাবাদের উন্মেষ ঘটে
iii. বাঙালি অধিকার আদায়ে সচেষ্ট হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. ভারতবর্ষে ব্রিটিশ শাসন অবসানের পর কয়টি রাষ্ট্রের জম্ম হয়েছিল?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
১৪. ভাষা আন্দোলনের সময় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কোন ভাষাকে সমর্থন করেছিল?
ক. বাংলা খ. আরবি
গ. উর্দু ঘ. মান্দি
১৫. কবে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয়?
ক. ১৯৪৭ সালের ১৭ জানুয়ারি
খ. ১৯৪৭ সালের ১৭ মার্চ
গ. ১৯৪৭ সালের ১৪ এপ্রিল
ঘ. ১৯৪৭ সালের ১৭ মে
১৬. বাংলা ভাষার জন্য প্রথম রাজবন্দীদের শীর্ষস্থানীয় ছাত্রনেতা কে ছিলেন?
ক. আবুল বরকত খ. অধ্যাপক আবুল কাশেম
গ. শেখ মুজিবুর রহমান ঘ. তাজউদ্দীন আহমদ
১৭. কার নেতৃত্বে ‘তমদ্দুন মজলিস’ প্রতিষ্ঠিত হয়?
ক. শেরে বাংলা এ কে ফজলুল হক
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. মুহাম্মদ এনামুল হক
ঘ. অধ্যাপক আবুল কাশেম
১৮. ভাষাশহিদ শফিউরের পিতা কবে প্রথম শহিদ মিনার উদ্বোধন করেন?
ক. ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি
খ. ১৯৫২ সালের ২৪ ফেব্রুয়ারি
গ. ১৯৫২ সালের ২৭ ফেব্রুয়ারি
ঘ. ১৯৫২ সালের ২৮ ফেব্রুয়ারি
১৯. খাজা নাজিম উদ্দিনের সঙ্গে সংগ্রাম পরিষদের কত দফা চুক্তি হয়?
ক. ৬ দফা খ. ৮ দফা
গ. ১১ দফা ঘ. ২১ দফা
২০. ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুনর্গঠিত হয় কবে?
ক. ২ জানুয়ারি, ১৯৪৭ খ. ২ মার্চ, ১৯৪৭
গ. ২ জানুয়ারি, ১৯৪৮ ঘ. ২ মার্চ, ১৯৪৮
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.ক ২.ক ৩.গ ৪.গ ৫.ক ৬.গ ৭.গ ৮.খ ৯.ক ১০.ঘ ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.ঘ ১৮.ক ১৯.খ ২০.ঘ
১. ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে কিসের প্রতি ইঙ্গিত রয়েছে?
ক. পাশের দেশের সঙ্গে সুসম্পর্ক
খ. স্বাধীনতা অর্জন
গ. মানুষের সঙ্গে সুসম্পর্ক
ঘ. মানুষের সঙ্গে একতা
২. কত সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল?
ক. ১৯৫২ সালে খ. ১৯৫৪ সালে
গ. ১৯৭০ সালে ঘ. ১৯৭২ সালে
৩. মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. এম মনসুর আলী
৪. কাদের অংশগ্রহণের কারণে মুক্তিযুদ্ধকে ‘গণযুদ্ধ’ বলা হয়?
ক. সর্বস্তরের বাঙালির
খ. ইপিআর বাহিনীর
গ. নৌবাহিনীর
ঘ. গেরিলা বাহিনীর
৫. মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল কীভাবে?
ক. দেশ বিভাগের মধ্য দিয়ে
খ. স্বাধীনতার সাংবিধানিক ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে
গ. জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের মাধ্যমে
ঘ. নতুন মানচিত্রের মাধ্যমে
৬. মুজিবনগর সরকার গঠনের মূল উদ্দেশ্য কী ছিল?
ক. দেশ শাসন
খ. স্বাধীনতার ঘোষণা
গ. মুক্তিযুদ্ধ পরিচালনা
ঘ. নতুন দেশ গঠন
৭. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার কয়টি ব্রিগেড ফোর্স গঠন করে?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
৮. দেশের বাইরে মুজিবনগর সরকারের মিশন স্থাপিত হয় কোথায়?
ক. ব্যাংককে খ. লন্ডনে
গ. স্পেনে ঘ. প্যারিসে
৯. মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
ক. ৪টি খ. ৫টি
গ. ৮টি ঘ. ১১টি
১০. শিল্পী জজ৴ হ্যারিসন কোথায় জন্মগ্রহণ করেন?
ক. লন্ডনে খ. ইতালিতে
গ. লিসবনে ঘ. অস্ট্রেলিয়ায়
১১. শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের কত মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন?
ক. ২ মার্চ খ. ৩ মার্চ
গ. ৬ মার্চ ঘ. ৭ মার্চ
১২. বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দেন ১৯৭১ সালের কত মার্চ?
ক. ৬ মার্চ খ. ৭ মার্চ
গ. ১১ মার্চ ঘ. ২৬ মার্চ
১৩. মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল?
ক. আমলাদের খ. শ্রমিকদের
গ. ছাত্রছাত্রীদের ঘ. পেশাজীবীদের
১৪. ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে কী তুলে ধরা হয়?
ক. বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস
খ. পাকিস্তানের শোষণের ইতিহাস
গ. পাকিস্তানের মহৎ উদ্দেশ্য
ঘ. স্বাধীনতা যুদ্ধের অন্তরায়সমূহ
১৫. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কখন চালু হয়?
ক. ১৭ মার্চ ১৯৭১
খ. ২১ মার্চ ১৯৭১
গ. ২৫ এপ্রিল ১৯৭১
ঘ. ২৬ মার্চ ১৯৭১
১৬. কালুরঘাট কোন জেলায় অবস্থিত?
ক. মেহেরপুর খ. পশ্চিমবঙ্গ
গ. চট্টগ্রাম ঘ. রাজশাহী
১৭. মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশে মিশন স্থাপন কেন করেছিল?
ক. মানুষের সমর্থন আদায়ের জন্য
খ. বাংলাদেশ সরকারের পক্ষে বিশ্বজনমত গঠনের জন্য
গ. শান্তিপূর্ণ নির্বাচনের জন্য
ঘ. পূর্ব পাকিস্তানে শোষণ-নির্যাতন বন্ধের জন্য
১৮. কার তত্ত্বাবধানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালিত হতো?
ক. মুক্তিযোদ্ধাদের
খ. মিত্রবাহিনীর
গ. মুজিবনগর সরকারের
ঘ. সেক্টর কমান্ডারদের
১৯. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে আত্মসমর্পণকারী পাক সেনার সংখ্যা
কত ছিল?
ক. ৯২ হাজার খ. ৯৩ হাজার
গ. ৯৪ হাজার ঘ. ৯৭ হাজার
২০. বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন ধরনের দেশগুলোর সমর্থন ছিল লক্ষণীয়?
ক. আরব দেশের
খ. সমাজতান্ত্রিক দেশের
গ. পুঁজিবাদী দেশের
ঘ. উন্নয়নশীল দেশের
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.খ ২.গ ৩.ক ৪.ক ৫.খ ৬.গ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.ক ১১.ক ১২.খ ১৩.গ ১৪.খ ১৫.ঘ ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.খ ২০.খ
১. মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে কী সৃষ্টি হয়েছে?
ক. সূর্য খ. বৃহস্পতি
গ. সৌরজগৎ ঘ. বিশ্বজগৎ
২. কোনটি শনি গ্রহের উপগ্রহ?
ক. ক্যাপিটাস খ. গ্যানিমেড
গ. ইউরোপা ঘ. ক্যাপলিস্টো
৩. কোনটি বৃহস্পতির উপগ্রহ?
ক. ক্যাপিটাস খ. এরিয়েল
গ. নেরাইড ঘ. গ্যানিমেড
৪. নেপচুনের উপগ্রহ কয়টি?
ক. ১৪টি খ. ১৫টি
গ. ১৬টি ঘ. ২২টি
৫. কত তারিখে পৃথিবীর সর্বত্র দিবা–রাত্রি সমান হয়?
ক. ২১ মার্চ খ. ২১ জুন
গ. ২৩ অক্টোবর ঘ. ২২ ডিসেম্বর
৬. জোয়ার–ভাটা অর্থনীতিতে প্রভাব ফেলে—
i. নদীর আবর্জনা পরিষ্কার করে
ii. নদীর মোহনায় পলি জমা হয় না
iii. নদীখাত গভীর হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. জোয়ার ও ভাটা কত সময় পরপর হয়?
ক. ৪ ঘণ্টা ৩৩ মিনিট
খ. ৫ ঘণ্টা ১৩ মিনিট
গ. ৫ ঘণ্টা ৫৩ মিনিট
ঘ. ৬ ঘণ্টা ১৩ মিনিট
৮. ৬০° পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত?
ক. ১২০° পূর্ব খ. ১২০° পশ্চিম
গ. ১২০° উত্তর ঘ. ১২০° দক্ষিণ
৯. সৌরজগতের প্রাণকেন্দ্র সূর্যে কোন গ্যাসের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকে?
ক. হিলিয়াম
খ. হাইড্রোজেন
গ. নাইট্রোজেন
ঘ. কার্বন ডাই–অক্সাইড
১০. প্রভাতের কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে, সে সময়কে কী বলে?
ক. সকাল খ. গোধূলি
গ. ছায়াবৃত্ত ঘ. ঊষা
১১. কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘোরে?
ক. আণবিক শক্তির খ. হিলিয়াম গ্যাসের
গ. সূর্যের আলোর ঘ. মহাকর্ষ বলের
১২. নিচের কোন সময়কে অনুসূর বলা হয়?
ক. ১–৩ জানুয়ারি খ. ৪–৭ ফেব্রুয়ারি
গ. ১–৪ জুলাই ঘ. ১–৪ ডিসেম্বর
১৩. নিচের কোন সময়কে অপসূর বলা হয়?
ক. ১–৩ জানুয়ারি খ. ৪–৭ ফেব্রুয়ারি
গ. ১–৪ জুলাই ঘ. ১–৪ ডিসেম্বর
১৪. কর্কটক্রান্তি কোনটি?
ক. ২৩.৫° উত্তর অক্ষাংশ
খ. ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ
গ. ৬৬.৫° উত্তর অক্ষাংশ
ঘ. ৬৬.৫° দক্ষিণ অক্ষাংশ
১৫. সৌরজগতের সব গ্রহ ও উপগ্রহের
গতিশক্তির প্রভাবক কোনটি?
ক. সূর্য খ. চন্দ্র
গ. গ্রহাণুপুঞ্জ ঘ. পৃথিবী
১৬. টাইটানিয়া কোন গ্রহের উপগ্রহ?
ক. শনি খ. নেপচুন
গ. ইউরেনাস ঘ. বৃহস্পতি
১৭. বৃহস্পতি গ্রহের উপগ্রহ কয়টি?
ক. ২৭টি খ. ৩৭টি
গ. ৪৬টি ঘ. ৬৭টি
১৮. জোয়ার–ভাটার কারণ কোনটি?
ক. পৃথিবীর বার্ষিক গতি
খ. পৃথিবীর আহ্নিক গতি
গ. অক্ষরেখার অসম দৈর্ঘ্য
ঘ. পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ
১৯. সৌরবছর গণনা করা হয় কত দিনে?
ক. ৩৬০ দিনে খ. ৩৬৩ দিনে
গ. ৩৬৪ দিনে ঘ. ৩৬৫ দিনে
২০. ৬০° থেকে ৯০° অক্ষাংশকে কী বলে?
ক. নিম্ন অক্ষাংশ খ. মধ্য অক্ষাংশ
গ. সমান্তরাল অক্ষাংশ ঘ. উচ্চ অক্ষাংশ
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.ঘ ২.গ ৩.ঘ ৪.ক ৫.ক ৬.ঘ ৭.ঘ ৮.ক ৯.খ ১০.ঘ ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.ক ১৬.গ ১৭.ঘ ১৮.খ ১৯.ঘ ২০.ঘ
১. পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি?
ক. ভারত খ. বাংলাদেশ
গ. মিয়ানমার ঘ. নেপাল
২. সুনামির মূল কারণ কী?
ক. ভূমিকম্প
খ. বন্যা
গ. সমুদ্রস্রোত
ঘ. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
৩. ঢাকায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ঝুঁকি বেশি কেন?
ক. অপরিকল্পিত নগরায়ণ
খ. অতিরিক্ত জনসংখ্যা
গ. অতিরিক্ত যানবাহন
ঘ. অতিরিক্ত শিল্পকারখানা
৪. ‘সিসমিক রিস্কজোন’ কী?
ক. ভূমিকম্পপ্রবণ এলাকা
খ. আগ্নেয়প্রবণ এলাকা
গ. বন্যাপ্রবণ এলাকা
ঘ. নদীভাঙন এলাকা
৫. শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে কেন?
ক. সূর্য বিপরীত গোলার্ধে অবস্থান করায়
খ. স্থলভাগের ওপর দিয়ে বায়ু প্রবাহিত হয়ে আসা বায়ু শুষ্ক থাকায়
গ. দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে
ঘ. আকাশ মেঘমুক্ত থাকার কারণে
৬. ভূমিকম্পের লঘু বলয়ে অবস্থিত স্থান কোনটি?
ক. খুলনা খ. ঢাকা
গ. চট্টগ্রাম ঘ. সিলেট
৭. বাংলাদেশের কোন ঋতুতে কালবৈশাখী হয়?
ক. বসন্তকাল খ. গ্রীষ্মকাল
গ. বর্ষাকাল ঘ. শরৎকাল
৮. কোন পাহাড়টি স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত?
ক. তাজিংডং খ. কেওক্রাডং
গ. চিকনাগুল ঘ. মোদকমুয়াল
৯. বাংলাদেশে বর্ষাকালে কোন বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টি হয়?
ক. উত্তর–পূর্ব খ. মৌসুমি
গ. দক্ষিণ–পশ্চিম ঘ. উত্তর–পশ্চিম
১০. জানুয়ারিতে বাংলাদেশের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
ক. ১৪.৭° সেলসিয়াস
খ. ১৫.৭° সেলসিয়াস
গ. ১৬.৭° সেলসিয়াস
ঘ. ১৭.৭° সেলসিয়াস
১১. ভূমিকম্পের বিপজ্জনক বলয়ে অবস্থিত নিচের কোন জেলা?
ক. চট্টগ্রাম খ. রংপুর
গ. ঢাকা ঘ. খুলনা
১২. কোন কাল্পনিক রেখা বাংলাদেশের মাঝ বরাবর অতিক্রম করেছে?
ক. বিষুবরেখা খ. কর্কটক্রান্তি
গ. অক্ষরেখা ঘ. মকরক্রান্তি
১৩. বাংলাদেশের মানুষের জীবন–জীবিকার পরিবর্তন আনতে প্রধান নিয়ামক কোনটি?
ক. জলবায়ু খ. আবহাওয়া
গ. প্রাকৃতিক দুর্যোগ ঘ. সামাজিক অবস্থা
১৪. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে (আদমশুমারি–২০১১) জনসংখ্যার ঘনত্ব কত?
ক. ৮৭৬ জন খ. ৯১৫ জন
গ. ১০১৫ জন ঘ. ১১১৫ জন
১৫. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
ক. কেওক্রাডং খ. পিরামিড
গ. তাজিংডং ঘ. মোদকমুয়াল
১৬. লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে কত দূরে অবস্থিত?
ক. ৫ কি.মি. পূর্বে
খ. ৬ কি.মি. দক্ষিণে
গ. ৭ কি.মি. উত্তরে
ঘ. ৮ কি.মি. পশ্চিমে
১৭. লালমাই পাহাড়ের আয়তন কত?
ক. ২০ বর্গ কিমি
খ. ২৬ বর্গ কিমি
গ. ৩০ বর্গ কিমি
ঘ. ৩৪ বর্গ কিমি
১৮. ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্পবলয়–সংবলিত মানচিত্রে কয়টি বলয় দেখিয়েছে?
ক. ৩টি খ. ৫টি
গ. ৮টি ঘ. ১২টি
১৯. জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত?
ক. নবম খ. দশম
গ. একাদশ ঘ. দ্বাদশ
২০. নিচের কোনটি বাংলাদেশের পূর্বে অবস্থিত?
ক. মেঘালয় খ. মিজোরাম
গ. বিহার ঘ. পশ্চিমবঙ্গ
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.খ ২.ক ৩.ক ৪.ক ৫.খ ৬.ক ৭.খ ৮.গ ৯.খ ১০.ঘ ১১.গ ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.গ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ক ১৯.ক ২০.খ
১. বাংলাদেশে মোট কত বর্গকিলোমিটার স্রোতজ বনভূমি রয়েছে?
ক. ৪,১৯২ বর্গকিলোমিটার
খ. ৪,২৯২ বর্গকিলোমিটার
গ. ৪,৪৯৫ বর্গকিলোমিটার
ঘ. ৪,৬৯১ বর্গকিলোমিটার
২. যথেষ্ট প্রাকৃতিক সম্পদ থাকলেও কখন তা কাজে লাগানো সম্ভব হয় না?
ক. যদি দক্ষ জনশক্তি না থাকে
খ. যদি জনসংখ্যার ভারসাম্য না থাকে
গ. যদি জনসংখ্যা বেশি থাকে
ঘ. যদি জনসংখ্যা কম থাকে
৩. মেঘনার শাখা নদী কোনটি?
ক. তিতাস খ. আত্রাই
গ. ধরলা ঘ. কাসালং
৪. মেঘনা নদীর উত্পত্তিস্থল কোথায়?
ক. মেঘালয় খ. সিকিম
গ. নাগা মণিপুর ঘ. পশ্চিমবঙ্গ
৫. টাঙ্গাইলের শালবনের বনভূমি কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত?
ক. বরেন্দ্র ভূমি
খ. মধুপুর ও ভাওয়ালের সোপানভূমি
গ. দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ
ঘ. উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ
৬. বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে কোন নদী অবস্থিত?
ক. নাফ নদী খ. তিস্তা
গ. পশুর নদ ঘ. ফেনী নদী
৭. সুরমা ও কুশিয়ারার মিলিত প্রবাহের নাম কী?
ক. মেঘনা খ. তিতাস
গ. বরাক ঘ. কালনী
৮. কোন নদীটির উত্পত্তিস্থল লামার মাইভার পর্বতে এবং পতিত হয়েছে বঙ্গোপসাগরে?
ক. সাঙ্গু খ. নাফ
গ. মাতামুহুরী ঘ. মেঘনা
৯. বাংলাদেশের এমন একটি সম্পদ রয়েছে, যার অব্যবস্থাপনায় রাসায়নিকীকরণসহ নানা কারণে পরিবেশ ও জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সম্পদটি কী?
ক. বনজ খ. খনিজ
গ. পানি ঘ. মত্স্য
১০. বাংলাদেশের অংশে ব্রহ্মপুত্র নদের অববাহিকার আয়তন কত বর্গকিলোমিটার?
ক. ৪৩,০৪০ বর্গকিলোমিটার
খ. ৪৪,০৩০ বর্গকিলোমিটার
গ. ৪৫,০২০ বর্গকিলোমিটার
ঘ. ৫০,০৬০ বর্গকিলোমিটার
১১. জলবিদ্যুৎ কোন ধরনের শক্তি সম্পদ?
ক. নবায়নযোগ্য খ. আণবিক
গ. রাসায়নিক ঘ. পারমাণবিক
১২. সুন্দরবনে কোন গাছ প্রচুর জন্মে?
ক. সেগুন খ. গেওয়া
গ. শাল ঘ. বৈলাম
১৩. বাংলাদেশে মোট কতগুলো নদী আছে?
ক. ৪০০টি খ. ৫০০টি
গ. ৬০০টি ঘ. ৭০০টি
১৪. কর্ণফুলী নদী কোন শহরের খুব নিকট দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
ক. ঢাকা খ. চট্টগ্রাম
গ. কুমিল্লা ঘ. পটুয়াখালী
১৫. যমুনা নদী সৃষ্টির কারণ কোনটি?
ক. ভূমিকম্প খ. বন্যা
গ. নদীভাঙন ঘ. বৃষ্টি
১৬. মাতামুহুরী নদীর দৈর্ঘ্য কত?
ক. ১০০ কিমি খ. ১১০ কিমি
গ. ১২০ কিমি ঘ. ১৩০ কিমি
১৭. পানিসম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝো?
ক. পরিকল্পিত পানিপ্রবাহ
খ. পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহার
গ. পানির প্রবাহ নিশ্চিত করা
ঘ. সকলের জন্য পানির প্রাপ্যতা
১৮. গোমতী কোন নদীর উপনদী?
ক. পদ্মা খ. যমুনা
গ. মেঘনা ঘ. পশুর
১৯. বাংলাদেশের মানুষের জীবন–জীবিকার পরিবর্তন আনতে প্রধান নিয়ামক কোনটি?
ক. জলবায়ু
খ. আবহাওয়া
গ. প্রাকৃতিক দুর্যোগ
ঘ. সামাজিক অবস্থা
২০. তিস্তা কোন নদীর উপনদী?
ক. পদ্মা খ. যমুনা
গ. ব্রহ্মপুত্র ঘ. মেঘনা
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.ক ২.ক ৩.ক ৪.গ ৫.খ ৬.ক ৭.ক ৮.গ ৯.গ ১০.খ ১১.ক ১২.খ ১৩.ঘ ১৪.খ ১৫.ক ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.ক ২০.খ
১. রাষ্ট্রের ‘সুস্পষ্ট’ ও ‘পূর্ণাঙ্গ’ সংজ্ঞা দিয়েছেন কে?
ক. অ্যারিস্টটল
খ. আর এম ম্যাকাইভার
গ. অধ্যাপক হল্যান্ড
ঘ. অধ্যাপক গার্নার
২. রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
ক. জন লক খ. ম্যাকাইভার
গ. অ্যারিস্টটল ঘ. রুশো
৩. ‘রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের ওপর বলবৎ হয়’— এ উক্তিটি কার?
ক. অধ্যাপক গার্নার
খ. অ্যারিস্টটল
গ. হল্যান্ড
ঘ. ম্যাকাইভার
৪. ‘স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র।’—সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. আর এম ম্যাকাইভার
খ. প্লেটো
গ. অ্যারিস্টটল
ঘ. অধ্যাপক গার্নার
৫. সামাজিক জীবনে কোনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান?
ক. রাষ্ট্র খ. সংগঠন
গ. পরিষদ ঘ. একতা
৬. রাষ্ট্রের কোন উপাদানকে প্রাথমিক উপাদান হিসেবে বিবেচনা করা হয়?
ক. জনসংখ্যা খ. নির্দিষ্ট ভূখণ্ড
গ. সরকার ঘ. সার্বভৌমত্ব
৭. কোন উপাদানকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়?
ক. জনসমষ্টি খ. নির্দিষ্ট ভূখণ্ড
গ. সরকার ঘ. সার্বভৌমত্ব
৮. ‘রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ’— এ উক্তিটি কার?
ক. অধ্যাপক গার্নার
খ. ম্যাকাইভার
গ. অ্যারিস্টটল
ঘ. আলেকজান্ডার
৯. রাষ্ট্র কীভাবে শাসনতন্ত্র কায়েম করে?
ক. দুর্নীতি দমনের মাধ্যমে
খ. আইন প্রয়োগের মাধ্যমে
গ. পুলিশের মাধ্যমে
ঘ. সরকার গঠনের মাধ্যমে
১০. সার্বভৌমত্ব কী?
ক. সরকারের চূড়ান্ত ক্ষমতা
খ. প্রধানমন্ত্রীর চূড়ান্ত ক্ষমতা
গ. রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা
ঘ. রাষ্ট্রপতির চূড়ান্ত ক্ষমতা
১১. রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে কে?
ক. জনগণ
খ. সংগঠন
গ. কেন্দ্রীয় কর্তৃপক্ষ
ঘ. রাষ্ট্রের বিভাগগুলো
১২. রাষ্ট্রের উপাদান কয়টি?
ক. ৪টি খ. ৫টি
গ. ৬টি ঘ. ৭টি
১৩. আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি?
ক. রাশিয়া খ. চীন
গ. ভারত ঘ. কানাডা
১৪. তথ্য অধিকার আইনের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হবে—
i. জবাবদিহি
ii. ধনীদের উন্নয়ন
iii. সুশাসন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. সার্বভৌমত্বের আদর্শ কী?
ক. সরকার খ. প্রজাতন্ত্র
গ. আইন ঘ. ভৌগোলিক অখণ্ডতা
১৬. রাষ্ট্রের প্রাথমিক কাজ কোনটি?
ক. আইনশৃঙ্খলা রক্ষা
খ. সার্বভৌমত্ব রক্ষা
গ. কূটনৈতিক সম্পর্ক স্থাপন
ঘ. আইন প্রণয়ন
১৭. ‘The Modern State’ গ্রন্থটি কে লিখেছেন?
ক. অধ্যাপক গার্নার
খ. আর এম ম্যাকাইভার
গ. অধ্যাপক হল্যান্ড
ঘ. টি এইচ গ্রিন
১৮. রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
ক. নাগরিকের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা
খ. দ্রব্যের দাম জনগণের সামর্থ্যের মধ্যে রাখা
গ. রাষ্ট্রের সামগ্রিক শান্তিশৃঙ্খলা নিশ্চিত করা
ঘ. জনসাধারণের শিক্ষার সুব্যবস্থা করা
১৯. কোনটি রাষ্ট্রের মুখ্য কাজ?
ক. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন
খ. পানীয় জলের সুব্যবস্থা
গ. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ
ঘ. টিকাদান কর্মসূচি পরিচালনা
২০. রাষ্ট্রের অপরিহার্য কাজ কোনটি?
ক. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা
খ. দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা
গ. খাদ্য ও নিরাপত্তা
ঘ. স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১.ঘ ২.গ ৩.ঘ ৪.গ ৫.ক ৬.ক ৭.গ ৮.ক ৯.ঘ ১০.গ ১১.গ ১২.ক ১৩.ক ১৪.খ ১৫.গ ১৬.ক ১৭.খ ১৮.গ ১৯.গ ২০.খ
১. সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রের নিয়মতান্ত্রিক প্রধান কে?
ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি
গ. সংসদ উপনেতা ঘ. স্পিকার
২. অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ প্রদান করেন কে?
ক. বিচারপতি খ. আইনমন্ত্রী
গ. প্রধানমন্ত্রী ঘ. রাষ্ট্রপতি
৩. মৌলিক অধিকারগুলো কখন স্থগিত থাকে?
ক. জরুরি অবস্থায় খ. ১৪৪ ধারা জারি করলে
গ. মহামারি চলাকালে ঘ. নির্বাচন চলাকালে
৪. বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান কে?
ক. রাষ্ট্রপতি খ. স্পিকার
গ. ডেপুটি স্পিকার ঘ. প্রধানমন্ত্রী
৫. প্রধানমন্ত্রী তাঁর শাসন পরিচালনার জন্য কার কাছে জবাবদিহি করেন?
ক. সংসদের কাছে
খ. রাষ্ট্রপতির কাছে
গ. প্রধান বিচারপতির কাছে
ঘ. স্পিকারের কাছে
৬. কে বাংলাদেশের বার্ষিক বাজেটের নির্দেশক?
ক. রাষ্ট্রপতি খ. অর্থমন্ত্রী
গ. সচিব ঘ. প্রধানমন্ত্রী
৭. জাতির মুখপাত্র কে?
ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী
গ. স্পিকার ঘ. প্রধান বিচারপতি
৮. বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
ক. ৬২ নম্বর খ. ৬৩ নম্বর
গ. ৬৪ নম্বর ঘ. ৬৫ নম্বর
৯. ‘অভিশংসন’ বলতে কী বোঝো?
ক. সংসদ ভেঙে যাওয়া খ. আইন সংশোধন করা
গ. প্রধানমন্ত্রীর পদত্যাগ ঘ. রাষ্ট্রপতির অপসারণ
১০. বাংলাদেশে শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় কোনটি দ্বারা?
ক. বিচার বিভাগ খ. পুলিশ বিভাগ
গ. র৵াব ঘ. জাতীয় সংসদ
১১. বিচার বিভাগের কাজ কোনটি?
ক. আইনের সংশোধন করা
খ. রাষ্ট্রপতিকে অভিশংসন করা
গ. অধ্যাদেশ জারি করা
ঘ. আইন সংযোজন করা
১২. বিচার বিভাগের মূল লক্ষ্য কী?
ক. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা
খ. রাজনৈতিক দলের প্রচারণা ও নির্বাচন করা
গ. নাগরিকদের ব্যক্তিস্বাধীনতা ও অধিকার সংরক্ষণ
ঘ. রাষ্ট্রের সব নাগরিকের শিক্ষার ব্যবস্থা করা
১৩. সংবিধানের রক্ষক কোন প্রতিষ্ঠান?
ক. বিচার বিভাগ খ. সচিবালয়
গ. আইন কমিশন ঘ. জাতীয় সংসদ
১৪. সরকারের কোন বিভাগ রাষ্ট্রীয় সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে?
ক. শাসন বিভাগ খ. আইন বিভাগ
গ. বিচার বিভাগ ঘ. অর্থ বিভাগ
১৫. নিচের কোনটি বিচার বিভাগের কাজ?
ক. সংবিধান প্রণয়ন
খ. রাষ্ট্রপতির অভিসংশন
গ. বিদেশি নাগরিকের নাগরিকত্ব প্রদান
ঘ. শাসন বিভাগকে নিয়ন্ত্রণ
১৬. অধিদপ্তরের প্রধান কে?
ক. মন্ত্রী খ. সচিব
গ. মহাপরিচালক ঘ. পরিচালক
১৭. কেন্দ্রীয় শাসনের পদসোপান অনুযায়ী সর্বোচ্চ স্তরের প্রশাসনিক কর্মকর্তা কে?
ক. যুগ্ম সচিব খ. অতিরিক্ত সচিব
গ. সচিব ঘ. মন্ত্রী
১৮. মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
ক. মন্ত্রী খ. উপসচিব
গ. সচিব ঘ. বিভাগীয় কমিশনার
সঠিক উত্তর
অধ্যায় ৭: ১.খ ২.ঘ ৩.ক ৪.ঘ ৫.ক ৬.ঘ ৭.খ ৮.ঘ ৯.ঘ ১০.ঘ ১১.ঘ ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.গ ১৬.গ ১৭.গ ১৮.গ
১. পারস্পরিক অংশীদারত্বের সূচনা করে কোনটি?
ক. নির্দিষ্ট গোষ্ঠীর সহযোগিতা
খ. অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা
গ. জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা
ঘ. রাষ্ট্রীয় সহযোগিতা
২. বাংলাদেশ কোন ক্ষেত্রে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে?
ক. অর্থনৈতিক খ. আর্থসামাজিক
গ. SDG ঘ. রাজনৈতিক
৩. ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়ে সবার সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে কোন সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ?
ক. ইউনিসেফ
খ. জাতিসংঘ
গ. সার্ক
ঘ. ইউরোপীয় ইউনিয়ন
৪. ‘অংশীজন’ বলা হয় কাদের?
ক. সুবিধাভোগীদের
খ. উন্নয়নের সুফল ভোগকারী জনগোষ্ঠীকে
গ. তৃণমূল জনগোষ্ঠীকে
ঘ. উন্নয়নকর্মীকে
৫. অংশীদারত্বের মূল লক্ষ্য কী?
ক. ব্যক্তিগত উপকারিতা
খ. দলীয় উপকারিতা
গ. নির্দিষ্ট গোষ্ঠীর উপকারিতা
ঘ. সামষ্টিক উপকারিতা
৬. কাদের কথা ভেবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়?
ক. দরিদ্রদের খ. ধনীদের
গ. নারীদের ঘ. সবার
৭. SDG বাস্তবায়নে কোন বিষয়কে বিশেষভাবে বিবেচনা করা হয়?
ক. আন্তর্জাতিক সহযোগিতা
খ. ব্যক্তিগত উন্নয়ন
গ. অংশীদারত্বের গুরুত্ব
ঘ. উন্নয়নকর্মীর দক্ষতা
৮. জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতার ফলে কিসের সূচনা হয়?
ক. রাজনৈতিক উন্নয়ন
খ. সার্বিক সক্ষমতা অর্জন
গ. পারস্পরিক অংশীদারত্ব
ঘ. SDG অর্জন
৯. জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ—
i. সবার সম্ভাবনা নিশ্চিত করতে
ii. সকলের সমতা নিশ্চিত করতে
iii. বিশ্বকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. SDG এর অন্যতম লক্ষ্য হলো—
i. দারিদ্র্য নিরসন
ii. জেন্ডার সমতা
iii. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. অংশীদারত্ব বলতে বোঝায়—
i. অংশীজনদের দায়িত্ব ও কর্তব্য পালন করা
ii. নিজের সুবিধা লাভের জন্য কাজ করা
iii. সামষ্টিক উপকারিতার জন্য কাজ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. টেকসই উন্নয়ন প্রয়োজন —
i. উন্নয়নকে দীর্ঘস্থায়ী করার জন্য
ii. পরিবেশবান্ধব করার জন্য
iii. সব শ্রেণির অংশগ্রহণের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. বাংলাদেশ কিসের নিরিখে এগিয়ে যাচ্ছে?
ক. বৈজ্ঞানিক আবিষ্কারের সূচকের
খ. এসডিজি অর্জনের সূচকের
গ. সামাজিক সূচকের
ঘ. রাজনৈতিক সূচকের
১৪. গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে কী ঘটবে?
ক. নৈরাজ্য হ্রাস পাবে
খ. অসমতা হ্রাস পাবে
গ. রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে
ঘ. সাংস্কৃতিক উন্নয়ন ঘটবে
১৫. SDG–এর মূল উদ্দেশ্য কী?
ক. দারিদ্র্য বিমোচন খ. জেন্ডার সমতা
গ. অসমতা হ্রাস ঘ. বিশ্বের সার্বিক ও সর্বজনীন কল্যাণ
১৬. সামগ্রিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা বলা হয় কোনটিকে?
ক. সহস্রাব্দ উন্নয়ন খ. টেকসই উন্নয়ন
গ. পরিকল্পিত উন্নয়ন ঘ. সুষম উন্নয়ন
১৭. SDG অর্জনের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
ক. দারিদ্র্য ও নারী–পুরুষ বৈষম্য
খ. অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ণ
গ. অবকাঠামোগত দুর্বলতা
ঘ. দারিদ্র্য ও সম্পদ বৈষম্য
১৮. বর্তমান পৃথিবীতে কোন ধরনের উন্নয়ন ঘটছে?
ক. বৈষম্যহীন খ. ভারসাম্যহীন
গ. টেকসই ঘ. সুষম
১৯. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোনটি উল্লেখযোগ্যভাবে কমছে?
ক. ভোগ ও বৈষম্য
খ. সম্পদ বৈষম্য
গ. দারিদ্র্য ও অতি দারিদ্র্য
ঘ. নারী–পুরুষ বৈষম্য
২০. বাংলাদেশ এগিয়ে যাচ্ছে—
i. অর্থনৈতিক বিবেচনায়
ii. সামাজিক সূচকে
iii. অর্থনৈতিক প্রবৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১.গ ২.খ ৩.খ ৪.খ ৫.ঘ ৬.ঘ ৭.গ ৮.গ ৯.ঘ ১০.ঘ ১১.খ ১২.ঘ ১৩.গ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.ঘ ১৮.খ ১৯.গ ২০.ঘ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা