নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ২২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছেদ ২২

১. যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে, তাকে কী বলে?

ক. ক্রিয়া–বিশেষ্য খ. ক্রিয়া–বিশেষণ

গ. গুণ–বিশেষ্য ঘ. অনুসর্গ

২. কোনটি কালবাচক ক্রিয়া–বিশেষণ?

ক. তিনি এখানে এসেছিলেন

খ. ছেলেটি দ্রুত দৌড়ায়

গ. গতকাল তিনি ঘুরে গিয়েছেন

ঘ. একটু ঘুরে আসুন না!

৩. নিচের কোনটি একপদী ক্রিয়াবিশেষণের উদাহরণ?

ক. জোরে খ. ভয়ে ভয়ে

গ. মরতে মরতে ঘ. যায় যায়

৪. কোনো ক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, তাকে কোন ধরনের ক্রিয়াবিশেষণ নির্দেশ করে?

ক. ধরনবাচক খ. কালবাচক

গ. নেতিবাচক ঘ. পদাণু

৫. গঠন বিবেচনায় ক্রিয়াবিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৬. ‘মরি তো মরব।’—এ বাক্যে ‘তো’ কোন ধরনের ক্রিয়াবিশেষণ?

ক. কালবাচক খ. নেতিবাচক

গ. পদাণু ঘ. বহুপদী

৭. ‘তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।’—এ বাক্যে ‘কোথাও’ কোন ধরনের ক্রিয়া বিশেষণ?

ক. স্থানবাচক খ. কালবাচক

গ. ধরনবাচক ঘ. বহুপদী

৮. ‘ছেলেটি দ্রুত দৌড়ায়।’ — এই বাক্যে ‘দ্রুত’ কোন বিশেষণ?

ক. বিশেষ্যের বিশেষণ

খ. অব্যয়ের বিশেষণ

গ. বিশেষণের বিশেষণ

ঘ. ক্রিয়াবিশেষণ

৯. যে ক্রিয়া বিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে, তাকে কী বলে?

ক. কালবাচক ক্রিয়াবিশেষণ

খ. ধরনবাচক ক্রিয়াবিশেষণ

গ. স্থানবাচক ক্রিয়াবিশেষণ

ঘ. নেতিবাচক ক্রিয়াবিশেষণ

১০. কোন বাক্যে পদাণু ক্রিয়াবিশেষণ আছে?

ক. টিপটিপ বৃষ্টি পড়ছে

খ. সে এখন যাবে না

গ. আমি কি যাব?

ঘ. যথাসময়ে হাজির হও

সঠিক উত্তর

পরিচ্ছেদ ২২: ১.খ ২.গ ৩.ক ৪.ক ৫.ক ৬.গ ৭.ক ৮.ঘ ৯.ক ১০.গ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা