দশম শ্রেণির পড়াশোনা
[পূর্ববর্তী লেখার পর]
২১. যে বিধি দ্রব্যের দাম ও জোগানের মধ্যে সমমুখী সম্পর্ক প্রদর্শন করে তাকে কী বলে?
ক. চাহিদা বিধি
খ. জোগান বিধি
গ. উৎপাদন বিধি
ঘ. উপযোগ বিধি
২২. জোগান সূচিতে কিসের প্রতিফলন ঘটে?
ক. চাহিদা ও জোগানের বৈষম্যের
খ. দাম ও চাহিদার সম্পর্ক
গ. জোগান ও চাহিদার সম্পর্ক
ঘ. জোগান বিধির
২৩. জোগান বিধিটি কার দৃষ্টিকোণ হতে চিন্তা করা হয়?
ক. ক্রেতার খ. ভোক্তার
গ. উৎপাদকের ঘ. সঞ্চয়কারীর
২৪. কোনো দ্রব্যের জোগান সংজ্ঞায়িত করতে বিবেচ্য বিষয় কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
২৫. ‘জোগান রেখা’ কোন দিকে ঊর্ধ্বগামী?
ক. বাঁ থেকে ডান দিকে ঊর্ধ্বগামী
খ. ডান থেকে বাঁ দিকে ঊর্ধ্বগামী
গ. বাঁ থেকে ডানে নিম্নগামী
ঘ. ডান থেকে বাঁয়ে নিম্নগামী
২৬. দ্রব্যের জোগানের হ্রাস–বৃদ্ধি কোনটির ওপর নির্ভরশীল?
ক. চাহিদা খ. আয়
গ. সামর্থ্য ঘ. দাম
২৭. একটি নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে পরিমাণ দ্রব্য জোগান দেয় তাকে কী বলে?
ক. বাজার জোগান
খ. জোগান বিধি
গ. ব্যক্তিগত জোগান
ঘ. সামষ্টিক জোগান
২৮. জোগান বৃদ্ধি পাওয়ার কারণ কী?
ক. দাম হ্রাস খ. দাম বৃদ্ধি
গ. চাহিদা হ্রাস ঘ. জনসংখ্যা হ্রাস
২৯. জোগান রেখা বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ার কারণ—
i. জোগান বিধি
ii. সময় ও দাম
iii. বিক্রেতার সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. ক্রেতা ও বিক্রেতার দর–কষাকষির ফলে বিক্রীত দ্রব্যটির কী হয়?
ক. চাহিদা বেশি হয়
খ. জোগান বেশি হয়
গ. দাম বেশি হয়
ঘ. চাহিদা ও জোগান সমান হয়
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২১.খ ২২.ঘ ২৩.গ ২৪.খ ২৫.ক ২৬.ঘ ২৭.গ ২৮.খ ২৯.ঘ ৩০.ঘ
মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]