বিজ্ঞান - ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা ৩

৩১. প্রশ্ন: কোন শতাব্দীতে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয়?

উত্তর: ষোড়শ শতাব্দীতে।

৩২. প্রশ্ন: মানুষের দেহে সাধারণত কী পরিমাণ কোষ থাকে?

উত্তর: মানুষের দেহে প্রায় ৩৭ ট্রিলিয়ন (৩৭ লাখ কোটি) কোষ থাকে।

৩৩. প্রশ্ন: আমাদের দেহের প্রথম কোষটির নাম কী?

উত্তর: আদি ভ্রূণ কোষ বা জাইগোট।

৩৪. প্রশ্ন: জীবের দেহে কোন প্রক্রিয়ায় কোষের সংখ্যা বৃদ্ধি পায়?

উত্তর: কোষ বিভাজন প্রক্রিয়ায়।

৩৫. প্রশ্ন: কে প্রথম জীবের নামকরণ ও শ্রেণিকরণের পদ্ধতি তৈরি করেন?

উত্তর: সুইডিশ উদ্ভিদবিদ ক্যারোলাস লিনিয়াস।

৩৬. প্রশ্ন: জীবকে কিসের ভিত্তিতে শ্রেণিবিভাগ করা হয়?

উত্তর: জীবকে এদের সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণিবিভাগ করা হয়।

৩৭. প্রশ্ন: শ্রেণিবিন্যাসের সবচেয়ে ক্ষুদ্রতম একক কী?

উত্তর: প্রজাতি।

৩৮. প্রশ্ন: সব প্রাণী কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

উত্তর: সব প্রাণী Animalia রাজ্যের অন্তর্ভুক্ত।

৩৯. প্রশ্ন: কোনটি কোষের মস্তিষ্ক হিসেবে কাজ করে?

উত্তর: নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক হিসেবে কাজ করে।

৪০. প্রশ্ন: সাইটোপ্লাজম কী?

উত্তর: জীবকোষের ভেতরে নিউক্লিয়াস ছাড়া বাকি অংশটি হলো সাইটোপ্লাজম।

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা