পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
২১. ‘X’ যৌগটি—
i. ইউরিয়া
ii. সংকেত (M21)2-CO
iii. NH4CNO
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. 2Na(s) +Cl2(g) → 2NaCl(s)
i. একটি জারণ–বিজারণ বিক্রিয়া
ii. সংযোজন বিক্রিয়া
iii. সংশ্লেষণ বিক্রিয়া
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. S+O2→ SO2 বিক্রিয়াটি—
i. দহন
ii. সংশ্লেষণ
iii. সংযোজন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. দহন বিক্রিয়ায়—
i. সর্বদা তাপ উৎপন্ন হয়
ii. ইলেকট্রনের আদান–প্রদান ঘটে
iii. ইলেকট্রনের আদান–প্রদান ঘটে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. SO4-2 এর মানের সংখ্যা কত?
ক. 3 খ. - 3
গ. - 2 ঘ. - 1
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
PbO + C Δ ⎯ → Pb + C
২৬. নিচের বিক্রিয়াটিতে কোনটি জারক?
ক. C খ. CO
গ. PbO ঘ. Pb
২৭. বিক্রিয়াটিতে—
i. PbO –এর বিজারণ ঘটেছে
ii. C-এর জারণ ঘটেছে
iii. জারণ–বিজারণ একত্রে ঘটেছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. তাপের পরিবর্তনের ওপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়া কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
২৯. উভয়মুখী বিক্রিয়ায় একই সঙ্গে কয়টি বিক্রিয়া চলমান থাকে?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. অসংখ্য
৩০. ইথানল ও জৈব অ্যাসিড বিক্রিয়া করে এন্টার উৎপন্ন করে। এ বিক্রিয়াটি একটি—
ক. একমুখী বিক্রিয়া
খ. উভয়মুখী বিক্রিয়া
গ. সম্মুখমুখী বিক্রিয়া
ঘ. পশ্চাৎমুখী বিক্রিয়া
সঠিক উত্তর
অধ্যায় ৭: ২১.ঘ ২২.ঘ ২৩.ঘ ২৪.ক ২৫.গ ২৬.গ ২৭.ঘ ২৮.ক ২৯.খ ৩০.খ
তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)