অষ্টম শ্রেণির পড়াশোনা
২১. ‘দেহ হৃদে বল’ দ্বারা বোঝানো হয়েছে—
ক. দেহ ও মনে বল
খ. দেহ, হৃদয় ও বল
গ. মনে শক্তি দাও
ঘ. দেহ হৃদয়ের কথা বলে
২২. ‘একাগ্র হৃদয়ে স্মরিলে’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. নীরবে খ. একনিষ্ঠভাবে
গ. আড়ালে ঘ. প্রার্থনায়
২৩. ‘ভুলিনি তোমারে এক পল’—এখানে ‘এক পল’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. প্রতিমুহূর্তে খ. প্রতিদিন
গ. প্রতি সময়ে ঘ. নিশ্বাসে-প্রশ্বাসে
২৪. ‘এই সুন্দর ফুল, সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবাণী।’ উদ্দীপকের ভাবটি নিচের কোন পঙ্ক্তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. সদা আত্মহারা তব গুণগানে
খ. ভুলিতে তোমারে, প্রাণে অবসাদ
গ. তরুলতা শিরে, তোমারি প্রসাদ
ঘ. তোমারি নিশ্বাস বসন্তের বায়ু
২৫. ‘মানুষ সবকিছু ত্যাগ করলেও তার মনের গহীনে স্রষ্টার ভালোবাসা লুক্কায়িত থাকে, তাই বিপদে–আপদে সে তাঁকেই কামনা করে।’—উদ্দীপকের সঙ্গে কোন কবিতার সাদৃশ্য রয়েছে?
ক. নারী খ. রুপাই
গ. প্রার্থনা ঘ. মানবধর্ম
২৬. ‘দাঁড়ায়েছি প্রভো, সঁপিতে তোমারে শুধু আঁখিজল’—কবি কায়কোবাদের উক্ত আর্তি প্রকাশে নিচের কোনটি গ্রহণযোগ্য?
ক. কবির অজ্ঞতা
খ. চোখের পানি
গ. কবির নতি স্বীকার
ঘ. কবির সৌজন্যবোধ
২৭. ‘প্রার্থনা’ কবিতায় ‘বিভো’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সৃষ্টিকর্তা খ. জীবনদাতা
গ. শাস্তিদাতা ঘ. মুক্তিদাতা
২৮. ‘নিকুঞ্জ’ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
ক. পাখির কুঞ্জন খ. পাখির বাসা
গ. গোলমাল ঘ. বাগান
২৯. কায়কোবাদের সাহিত্যভাবনায় নিচের কোন বিষয় প্রকাশ পেয়েছে?
ক. সাম্যনীতি
খ. ঐতিহাসিকতা
গ. নিরন্তর কাব্যরচনার প্রয়াস
ঘ. সংকীর্ণতা
৩০. ‘তব স্নেহকণা জগতের আয়ু তব নামে অশেষ মঙ্গল’– উক্ত চরণদ্বয়ের মূল কথা কী?
ক. পৃথিবীর মায়ামমতা
খ. স্রষ্টার কাছে মঙ্গল কামনা
গ. জগতের সঙ্গে মানুষের সম্পর্ক
ঘ. স্রষ্টার অনুগ্রহে জগতের সবকিছু চলছে
সঠিক উত্তর
প্রার্থনা: ২১.খ ২২.খ ২৩.ক ২৪.গ ২৫.গ ২৬.গ ২৭.ক ২৮.ঘ ২৯.গ ৩০.ঘ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা