১. প্রশ্ন: প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উত্তর: যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট, সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে।
২. প্রশ্ন: যে ভগ্নাংশের লব বড়, হর ছোট তাকে কী ভগ্নাংশ বলে?
উত্তর: অপ্রকৃত ভগ্নাংশ।
৩. প্রশ্ন: পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে কী হয়?
উত্তর: মিশ্র ভগ্নাংশ
৪. প্রশ্ন: লব একই হলে কোন ভগ্নাংশটি বড়?
উত্তর: যে ভগ্নাংশের হর ছোট, সেটি বড় ভগ্নাংশ।
৫. প্রশ্ন: কোন ভগ্নাংশের লব বড়?
উত্তর: অপ্রকৃত ভগ্নাংশের।
৬. প্রশ্ন: হর একই হলে কোন ভগ্নাংশটি বড়?
উত্তর: যে ভগ্নাংশের লব বড়, সেটি বড় ভগ্নাংশ।
৭. প্রশ্ন: হর একই হলে কোন ভগ্নাংশটি ছোট?
উত্তর: যে ভগ্নাংশের লব ছোট সেটি ছোট ভগ্নাংশ।
৮. প্রশ্ন: সমতুল ভগ্নাংশ কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাকে সমতুল ভগ্নাংশ বলে।
৯. প্রশ্ন: মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করার সময় হরের কী পরিবর্তন হয়?
উত্তর: কোনো পরিবর্তন হয় না, একই থাকে।
১০. প্রশ্ন: অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করার ক্ষেত্রে লবকে কী দিয়ে ভাগ করতে হবে?
উত্তর: হর দিয়ে।
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা