অষ্টম শ্রেণি – বাংলা ২য় পত্র | শব্দগঠন - বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

শব্দগঠন

১. কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে কী বলে?

ক. শব্দদ্বৈত খ. ধ্বন্যাত্মক শব্দ

গ. ক্রিয়াপদ ঘ. অনুকার শব্দ

২. বাংলা ভাষায় কোনটির নিজস্ব কোনো অর্থ নেই?

ক. ধ্বন্যাত্মক শব্দ খ. অব্যয় পদ

গ. সর্বনাম পদ ঘ. অনুসর্গ

৩. ‘গর গর’ কোন ধ্বনির অনুকৃতি?

ক. মানুষের খ. জীবজন্তুর

গ. বস্তুর ঘ. অনুভূতির

৪. কোনটি মানুষের ধ্বনির অনুকৃতি?

ক. ঘেউ ঘেউ খ. গর গর

গ. মড় মড় ঘ. ভেউ ভেউ

৫. ‘ঠা ঠা রোদে ঘুরে বেড়িও না’— ধ্বন্যাত্মক শব্দটি কী প্রকাশ করেছে?

ক. মানুষের ধ্বনির অনুকৃতি

খ. জীবজন্তুর ধ্বনির অনুকৃতি

গ. বস্তুর ধ্বনির অনুকৃতি

ঘ. অনুভূতির কাল্পনিক অনুকৃতি

৬. শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয়, সেগুলোকে বলে—

ক. অনুভূতিজাত শব্দ

খ. ধ্বন্যাত্মক শব্দ

গ. অনুকার শব্দ

ঘ. বিকৃত শব্দ

৭. অনুকার শব্দ কোন শব্দের রকমফের মাত্র?

ক. ধ্বন্যাত্মক খ. রূঢ়ি

গ. দ্বিরুক্ত ঘ. সমার্থক

৮. অনুকারবাচক শব্দ কোনটি?

ক. ঘেউ ঘেউ খ. জড়সড়

গ. ঘচঘচ ঘ. ঠা ঠা

৯. একই শব্দ পর পর দুবার ব্যবহৃত হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করলে, তাকে কী বলে?

ক. দ্বিরুক্তি খ. বিভক্তি

গ. উপসর্গ ঘ. অনুসর্গ

১০. দ্বিরুক্ত শব্দকে কত ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

সঠিক উত্তর

শব্দগঠন: ১. খ ২. ক ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. খ ৯. ক ১০. খ

শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা