মেডিকেল ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর থাকে বায়োলজিতে। ১০০ নম্বরের মধ্যে ৩০ নম্বরই থাকে বায়োলজি থেকে। এর মধ্যে ২৪–এর বেশি নম্বর না পেলে প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টকর হয়ে পড়ে।
এই শেষ মুহূর্তে কী করলে, কোন বইটি পড়লে বায়োলজিতে কাঙ্ক্ষিত নম্বর পাওয়া যেতে পারে, আজকে আমরা খুব সংক্ষেপে সেটাই আলোচনা করব।
প্রাণিবিজ্ঞানের জন্য গাজী আজমল স্যারের বই এবং উদ্ভিদবিজ্ঞানের জন্য আবুল হাসান স্যারের বই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সর্বজনস্বীকৃত। এর পাশাপাশি অনুশীলনীর প্রশ্ন সমাধানের জন্য মাজেদা ম্যাডাম ও আজিবুর স্যারের বই উল্লেখযোগ্য।
বোল্ড করা লাইন
ছক
পার্থক্য
উদাহরণ
আগের বছরগুলোয় যেসব টপিক থেকে প্রশ্ন এসেছে
গুরুত্বপূর্ণ দাগানো লাইন
কঠিন বিষয় গুলো নিয়ে শেষ সময়ে মাথা ঘামানো
কয়েকটি অধ্যায় ভালোমতো পড়ে বাকিগুলো একদম না পড়া
ধীরগতিতে পড়া।
শুধু এক সাবজেক্ট পড়ে অন্য সাবজেক্টকে সময় না দেওয়া।
রুটিন করে বারবার বই রিভিশন দেওয়া
বাসায় নিজে নিজে অথবা অনলাইনে নিয়মিত পরীক্ষা দেওয়া
পরীক্ষায় যেসব ভুল হচ্ছে, সেগুলোর কারণ অনুসন্ধান করা
যেসব তথ্য মনে থাকছে না বা যেখান থেকে বারবার ভুল হচ্ছে, সেই টপিকগুলো লিস্ট করে রাখা যেন পরীক্ষার ঠিক আগমুহূর্তে দেখে নেওয়া যায়।
সুস্থ থাকা
আশা করছি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হবে।
ডা. রিজভী তৌহিদ শুভ, মেডিকেল ভর্তি পরীক্ষার জাতীয় মেধায় প্রথম (২০১৬-১৭)