নাটকের বৈশিষ্ট্য
১. নাটক সাধারণত গদ্যে লেখা হয়।
২. নাটকে একটি কাহিনি থাকে।
৩. নাটকে সংলাপ থাকে।
৪. সংলাপ বলার জন্য চরিত্র থাকে।
৫. সংলাপ বলার মাধ্যমে নাটকের কাহিনি এগিয়ে যায়।
৬. অভিনয়ের উপযোগী হতে হয়।
৭. নাটক কয়েকটি দৃশ্যে বিভক্ত থাকে।
৮. একটি আদর্শ নাটকে পাঁচটি অঙ্ক থাকে।
৯. নাটক দেখা যাবে ও শোনা যায়।
১০. নাটক অবশ্যই মঞ্চস্থ হতে হয়।
নাটকের উপাদান
নাটকের প্রধান উপাদান চারটি।
যথা– ১. কাহিনি, ২. চরিত্র, ৩. সংলাপ ও ৪. ঘটনা-সমাবেশ
নাটকের ১৬টি প্রকারভেদ
নাটককে বেশ কয়েক ভাগে ভাগ করা যায়। যথা–
১. ট্র্যাজেডি নাটক, ২. ক্ল্যাসিক্যাল নাটক,
৩. পৌরাণিক নাটক, ৪. ঐতিহাসিক নাটক,
৫. সামাজিক নাটক, ৬. রাজনৈতিক নাটক,
৭. রোমান্টিক নাটক, ৮. কমেডি নাটক,
৯. প্রহসন, ১০. লোকনাট্য, ১১. গীতিনাট্য,
১২. নৃত্যনাট্য, ১৩. পথনাটক, ১৪. বাস্তবধর্মী নাটক, ১৫. রূপক নাটক ও ১৬. সাংকেতিক নাটক।
এসো এবার জেনে নিই প্রশ্নোত্তর
প্রশ্ন: একটি আদর্শ নাটকের কয়টি অঙ্ক থাকে?
উত্তর: পাঁচটি অঙ্ক থাকে।
প্রশ্ন: নাটকের প্রধান উপাদান কয়টি?
উত্তর: চারটি।
প্রশ্ন: নাটকের প্রাণ কোনটি?
উত্তর: সংলাপ।
প্রশ্ন: সাহিত্যের কোন শাখাটি একই সঙ্গে দেখা ও শোনার বিষয়?
উত্তর: নাটক।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা