বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কাজ করার একককে নেফ্রন বলে। মানবদেহের প্রতিটি বৃক্কে প্রায় ১০ থেকে ১২ লাখ নেফ্রন থাকে। প্রতিটি নেফ্রন একটি রেনাল করপাসল এবং রেনাল টিউবিউল নিয়ে গঠিত।
হৃৎপিণ্ডের এই স্পন্দনকে হৃত্স্পন্দন বা হার্টবিট বলে। হৃত্স্পন্দনের মাধ্যমে হৃৎপিণ্ড আমাদের শরীরে রক্ত প্রবাহিত করে। একজন সুস্থ মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে ৬০– ১০০ বার হয়। এটাকেই হার্টবিট বলে।
গোলাকার পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর–দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা বা মেরুরেখা বলে। এই অক্ষের উত্তর প্রান্তবিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ প্রান্তকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে।
সাইক্লোহেক্সেন হচ্ছে এক প্রকার অ্যালিসাইক্লিক। এটি একটি স্পষ্ট, বর্ণহীন, অ-পোলার জৈব তরল যা হালকা, মিষ্টি গ্যাসোলিনের মতো গন্ধযুক্ত, যা রাসায়নিক ল্যাবরেটরিতে দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়। সাইক্লোহেক্সেন একটি রিং স্ট্রাকচারের সাথে একটি চক্রাকার আলকেন।