বিপরীত শব্দ জেনে নাও। এরপর নিচের বাক্যগুলোর ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য পূর্ণ করো : কান্না–হাসি, চেনা–অচেনা, ভালো–মন্দ, বড়–ছোট, আলো–অন্ধকার
ক. প্রতিযোগিতায় পরাজিত হয়ে রহিম —--- ধরে রাখতে পারল না।
খ. —--- লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সবকিছু হারিয়েছে।
গ. রাসেল বয়সে —--- হলেও সংসারের অনেক কাজে মাকে সাহায্য করে।
ঘ. লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব —--- মনে হচ্ছে।
ঙ. বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিকে —--- নেমে এল।
উত্তর:
ক. প্রতিযোগিতায় পরাজিত হয়ে রহিম কান্না ধরে রাখতে পারল না।
খ. মন্দ লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সবকিছু হারিয়েছে।
গ. রাসেল বয়সে ছোট হলেও সংসারের অনেক কাজে মাকে সাহায্য করে।
ঘ. লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব চেনা মনে হচ্ছে।
ঙ. বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিকে অন্ধকার নেমে এল।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা