৫৬. মূলধন বাজেটিং সিদ্ধান্ত বিবেচনা করা হয়—
i. অর্থের সময় মূল্য
ii. ঝুঁকির মাত্রা
iii. লভ্যাংশ নীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৭. মূলধন কাঠামো সিদ্ধান্তে গুরুত্ব দেওয়া হয়–
i. নিজস্ব মূলধনের পরিমাণে
ii. ঋণকৃত মূলধনের পরিমাণে
iii. মূলধন ব্যয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৮. তারল্য ও মুনাফার মধ্যে সমন্নয়ের ক্ষেত্রে সহায়ক হিসেবে বিবেচিত হয়ে থাকে—
i. উপযুক্ততার নীতি
ii. ধারে বিক্রয় নীতি
iii. আদায় নীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৯. সম্পদ সর্বাধিকরণ নীতির সহায়ক নীতি—
i. নিট নগদ প্রবাহ নীতি
ii. সুযোগ ব্যয় নীতি
iii. অর্থের সময় মূল্য নীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০. চলতি সম্পদে বিনিয়োগ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেলে—
i. অসচ্ছলতাজনিত বা দেউলিয়াত্বের ঝুঁকি হ্রাস পায়
ii. মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস পায়
iii. তারল্য হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬১. চলতি সম্পদে বিনিয়োগ অপর্যাপ্ত হলে —
i. দেউলিয়াত্ব ঝুঁকি বৃদ্ধি পায়
ii. তারল্য বৃদ্ধি পায়
iii. উৎপাদন বিঘ্নিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৫৬.ক ৫৭.ঘ ৫৮.ঘ ৫৯.ঘ ৬০.ক ৬১.খ
মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা