ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৫৬. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি?

ক. অস্ট্রেলিয়া খ. গ্রিনল্যান্ড

গ. বাংলাদেশ ঘ. মালদ্বীপ

৫৭. ব্ল্যাক ফরেস্ট কোন দেশের পর্বত?

ক. অস্ট্রিয়া খ. জার্মানি

গ. যুক্তরাষ্ট্র ঘ. নিউজিল্যান্ড

৫৮. সাজেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ক. রাঙামাটি খ. খাগড়াছড়ি

গ. বান্দরবান ঘ. চন্দ্রনাথ

৫৯. ভূপৃষ্ঠের অতি উচ্চ সুবিস্তৃত খাঁড়া ঢালবিিশষ্ট শিলাস্তূপকে কী বলা হয়?

ক. সমভূমি খ. মালভূমি

গ. পর্বত ঘ. ঢাল

৬০. পৃথিবীর কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কী কী?

ক. সিলিকন-ম্যাগনেশিয়াম

খ. সিলিকন-নিকেল

গ. ফেরাস নিকেল

ঘ. সিলিকন-অ্যালুমিনিয়াম

৬১. অশ্মমণ্ডলের মূল উপাদান কোনটি?

ক. সিলিকন খ. ম্যাগনেশিয়াম

গ. ক্রোমিয়াম ঘ. লোহা

৬২. পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন স্তরের মধ্যে বিযুক্তি রেখা কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৫টি ঘ. ৬টি

৬৩. বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড় কোন অঞ্চলে দেখা যায়?

i. উত্তর-পূর্বাঞ্চলে

ii. দক্ষিণ-পূর্বাঞ্চলে

iii. উত্তর-পশ্চিমাঞ্চলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৪. বাংলাদেশের বরেন্দ্রভূমি কোন যুগে গঠিত?

ক. টারশিয়ারি

খ. প্লাইস্টোসিন

গ. অলিগসিন

ঘ. মাওসিন

৬৫. গুরুমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব পানির আপেক্ষিক গুরুত্ব অপেক্ষা কত গুণ ভারী?

ক.৩/৪ গুণ খ. ৫/৪ গুণ

গ. ৪/৫ গুণ ঘ. ২/৫ গুণ

৬৬. ‘ব্ল্যাক হিলস’ কোন শ্রেণির পর্বত?

ক. ভঙ্গিল খ. স্তূপ

গ. গম্বুজ ঘ. ক্ষয়জাত

৬৭. কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ কত কি.মি.?

ক. ২২৭০ খ. ২২০০

গ. ২৮৮৫ ঘ. ৩৪৮৬

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫৬.গ ৫৭.খ ৫৮.গ ৫৯.গ ৬০.গ ৬১.ক ৬২.খ ৬৩.ক ৬৪.খ ৬৫.গ ৬৬.গ ৬৭.ঘ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]