পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১. হেনরি মর্গানের মতে সমাজ বিবর্তনের স্তর কয়টি
ক. ৩টি খ. ৫টি
গ. ৬টি ঘ. ৮টি
২. ‘আমরা যা তাই হলো সংস্কৃতি’—উক্তিটি কার?
ক. ম্যাকাইভার খ. এমিল ডুর্খেইম
গ. কার্ল মার্ক্স ঘ. হবস
৩. ‘সমাজ অর্থ সহযোগিতা’—উক্তিটি কার?
ক. ম্যাকাইভারের খ. মার্শালের
গ. কার্ল মার্ক্সের ঘ. হবসের
৪. গণতান্ত্রিক সমাজের মূলমন্ত্র কী?
ক. সাম্য খ. সাম্য ও স্বাধীনতা
গ. আইন ঘ. অধিকার ওসাম্য
৫. সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৬. সংস্কৃতি আয়ত্ত করা হয় কিসের মাধ্যমে?
ক. পরিবারের খ. প্রেষণার
গ. সংঘের ঘ. সমাজের
৭. বস্তুগত সংস্কৃতির চরম বিকাশকে কী বলা হয়?
ক. সভ্যতা খ. সাজ
গ. সংঘ ঘ. সম্প্রদায়
৮. সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টি ব্যাপক ও
সংকীর্ণ উভয় অর্থেই ব্যবহৃত হয়?
ক. সম্প্রদায় খ. সমাজ
গ. সংস্কৃতি ঘ. সভ্যতা
৯. সংঘের মূল চালিকা শক্তি কী?
ক. আদর্শ খ. গঠনতন্ত্র
গ. রীতিনীতি ঘ. মূল্যবোধ
১০. প্রথার সাথে কোনটি জড়িত থাকে?
ক. মূল্যবোধ খ. নৈতিকতা
গ. বাস্তবতা ঘ. গ্রহণযোগ্যতা
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.ক ২.ক ৩.ক ৪.খ ৫.ক ৬.খ ৭.ক ৮.খ ৯.খ ১০.ক
মোহাম্মদ জসিমউদ্দীন, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা