নোটিশ বোর্ড

রেসিডেনসিয়াল মডেল কলেজ এবং হলিক্রস স্কুলে ভর্তি, বাউবিতে প্রোগ্রামের সময় বৃদ্ধি

রেসিডেনসিয়াল মডেল কলেজে ছাত্র ভর্তি

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। 

  • তৃতীয় শ্রেণিতে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে প্রভাতি শাখায় আবাসিক, দিবা শাখায় অনাবাসিক।

  • ৬ষ্ঠ শ্রেণিতে বাংলা মাধ্যমে প্রভাতি শাখায় সম্পূর্ণ আবাসিক (হাউসে থাকা বাধ্যতামূলক) ও দিবা শাখায় অনাবাসিক।

  • ৯ম শ্রেণিতে প্রভাতি শাখা আবাসিক ও দিবা শাখায় অনাবাসিক।

  • আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রসপেকটাস সংগ্রহ করা যাবে।

  • অনলাইনে ভর্তি ফরম পূরণের তারিখ:  ১৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

  • বিস্তারিত জানতে ওয়েব সাইট: www.drmc.edu.bd

    Dhaka Residential Model College

    Mohammadpur, Dhaka
    Phone: +880258153774
    Email: drmc_bd@yahoo.com

হলিক্রস স্কুলে প্রথম, ষষ্ঠ এবং নবম শ্রেণিতে ছাত্রী ভর্তি

হলিক্রস স্কুলে ২০২৩ সালে প্রথম, ষষ্ঠ এবং নবম শ্রেণিতে ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

  • ভর্তির আবেদনপত্র আগামী ৫ থেকে ১০ নভেম্বর ২০২২– সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে স্কুল অফিস থেকে সংগ্রহ করা যাবে।

  • পিতা অথবা মাতা যেকোনো একজনকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

  • আবেদন ফরমের মূল্য ২০০ টাকা (অফেরতযোগ্য)।

  • আবেদনপত্রের সঙ্গে জন্ম নিবন্ধন সনদের ডিজিটাল রঙিন কপি জমা দিতে হবে। 

  • জন্ম তারিখ: ১ জুলাই ২০১৬ থেকে ৩০ জুন ২০১৭ এর মধ্যে হতে হবে।

  • ফরমের ক্রমিক নম্বরই লটারির নম্বর হবে।

  • বিস্তারিত জানতে ওয়েব সাইট: www.holycrossgirlshighschool.com

    Holy Cross Girls High School

    Tejgaon, Dhaka 1215

    Phone: 48119743

বাউবিতে এমএ এবং এমএসএস শেষ পর্ব প্রোগ্রামের সময় বৃদ্ধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমএ এবং এমএসএস (শেষ পর্ব) প্রোগ্রামে (শিক্ষাবর্ষ ২০২১–২০২২) ভর্তির আবেদনের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। সেজন্য ১৬/১০/২০২২ তারিখের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

বিস্তারিত জানতে ওয়েব সাইট: www.bou.ac.bd