পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
১. প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি?
ক. ৬০ ভাগ খ. ৭০ ভাগ
গ. ৮০ ভাগ ঘ. ৯০ ভাগ
২. ‘ফ্লুইড অব লাইফ’ বলা হয় কোনটিকে?
ক. অ্যান্ডোপ্লাজম খ. প্রোটোপ্লাজম
গ. পানি ঘ. সাইটোপ্লাজম
৩. কলয়েডজাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল শুষে নেয় কোন প্রক্রিয়ায়?
ক. অভিস্রবণ খ. ব্যাপন
গ. ইমবাইবিশন ঘ. প্রস্বেদন
৪. নিচের কোনটি গুরুত্বপূর্ণ দ্রাবক?
ক. বেনজিন খ. ইথিলিন
গ. পানি ঘ. অ্যালকোহল
৫. কোনটি হাইড্রোফিলিক পদার্থ?
ক. সেলুলোজ খ. লিগনিন
গ. ট্যানিন ঘ. কাইটিন
৬. বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় কোনো পদার্থের অণু ছড়িয়ে পড়লে তাকে কী বলে?
ক. অভিস্রবণ খ. ব্যাপন
গ. ইমবাইবিশন ঘ. প্রস্বেদন
৭. অভিস্রবণ প্রক্রিয়া ঘটতে হলে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে কী দ্বারা পৃথক করতে হবে?
ক. ভেদ্য পর্দা খ. বৈষম্যভেদ্য পর্দা
গ. অভেদ্য পর্দা ঘ. যেকোনো পর্দা
৮. উদ্ভিদে পানি সরবরাহ করতে হয়—
i. প্রোটোপ্লাজমকে বাঁচানোর জন্য
ii. প্রস্বেদন কমানোর জন্য
iii. সালোকসংশ্লেষণ চালু রাখার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. উদ্ভিদে ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে—
i. কোষপ্রাচীর ii. নিউক্লিয়ার মেমব্রেন
iii. প্রোটোপ্লাজম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. উদ্ভিদ মূলরোমের সাহায্যে কোন পানি শোষণ করে?
ক. কৈশিক পানি খ. কণাজাত পানি
গ. জলীয় বাষ্প ঘ. অভিকর্ষীয় পানি
১১. কোন প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির দ্বারা কোষপর্দার মাধ্যমে খনিজ আয়নের চলাচল হয়?
ক. নিষ্ক্রিয় শোষণ খ. সক্রিয় শোষণ
গ. প্রত্যক্ষ শোষণ ঘ. পরোক্ষ শোষণ
১২. পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কোনটি?
ক. জাইলেম খ. ভাজক টিস্যু
গ. পত্ররন্ধ্র ঘ. ফ্লোয়েম
১৩. বড় উদ্ভিদের পাতায় পানি পৌঁছায় কিসের মাধ্যমে?
ক. ট্রাকিড খ. ভেসেল
গ. সিভনল ঘ. সঙ্গীকোষ
১৪. মূলরোম হতে একটি প্রক্রিয়ায় পানি কর্টেক্সে পৌঁছায়। একইভাবে পানি—
i. অন্তত্বক হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছায়
ii. কর্টেক্স হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছায়
iii. পরিচক্র হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. পাতার ওপরের ও নিচের কিউটিনের আবরণকে কী বলে?
ক. লেন্টিসেল খ. ক্যালোজ
গ. কিউটিকল ঘ. প্রোটিন
১৬. উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়?
ক. কিউটিকল খ. লেন্টিসেল
গ. বর্ষবলয় ঘ. কাইটিন
১৭. জীবনীশক্তির মূল কী?
ক. রক্ত খ. স্নায়ু
গ. পেশি ঘ. হাড়
১৮. রক্তরসের প্রধান উপাদান কী?
ক. অক্সিজেন খ. পানি
গ. লৌহ ঘ. ক্যালসিয়াম
১৯. কোনটিতে নিউক্লিয়াস অনুপস্থিত?
ক. শ্বেত রক্তকণিকা
খ. লোহিত রক্তকণিকা
গ. অণুচক্রিকা ঘ. স্নায়ুকোষ
২০. শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
ক. ১–৭ দিন খ. ১–১৫ দিন
গ. ১–১৭ দিন ঘ. ১–২৫ দিন
২১. সর্বজনীন রক্তদাতা গ্রুপ কোনটি?
ক. A খ. B
গ. AB ঘ. O
২২. একজনের রক্তে কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু a, b অ্যান্টিবডি আছে। সে—
i. রক্ত নিতে পারবে AB গ্রুপ থেকে
ii. রক্ত নিতে পারবে O গ্রুপ থেকে
iii. রক্ত দিতে পারবে সব গ্রুপকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. হৃৎপিণ্ডের প্রসারণকে কী বলে?
ক. সিস্টোল খ. ডায়াস্টোল
গ. এক্সপানশন ঘ. কনট্রাকশন
২৪. CO2 সমৃদ্ধ রক্ত কোথায় পরিশোধিত হয়?
ক. হৃৎপিণ্ডে খ. যকৃতে
গ. ফুসফুসে ঘ. বৃক্কে
২৫. ধমনির প্রাচীর কত স্তরবিশিষ্ট?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
২৬. প্রসবকালীন উচ্চ রক্তচাপজনিত সমস্যাকে কী বলে?
ক. অ্যানিমিয়া খ. লিউকেমিয়া
গ. একলামশিয়া ঘ. অস্টিওম্যালেশিয়া
২৭. মানুষের রক্তে কত ভাগ LDL থাকে?
ক. ৪৫% খ. ৬০%
গ. ৬৫% ঘ. ৭০%
২৮. পিত্তথলির পাথর মূলত কোনটির জমাট রূপ?
ক. খাদ্যকণা খ. খাদ্যের অজৈব অংশ
গ. কোলেস্টেরল ঘ. অপাচ্য খাদ্য
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১. ঘ ২. গ ৩. গ ৪. গ ৫. ক ৬. খ ৭. খ ৮. খ ৯. খ ১০. ক ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. খ ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. গ ২৬. গ ২৭. ঘ ২৮. গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা