পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
২১. আই এম কপি যুক্তিবিদ্যা সম্পর্কে তাঁর নিজস্ব ধারণা প্রকাশ করেন—
i. পূর্বসূরিদের সংজ্ঞার সমালোচনার মাধ্যমে
ii. আধুনিক সংজ্ঞা প্রদানের মাধ্যমে
iii. পূর্বসুরিদের ধারণার ওপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. আধুনিক পাশ্চাত্য দার্শনিক হলেন—
i. বেকন
ii. হিউম
iii. মিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. কোন মনীষী যুক্তিবিদ্যাকে আকারনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ উভয় বিজ্ঞান হিসেবে অভিহিত করেন?
ক. জোসেফ খ. জে এস মিল
গ. টমসন ঘ. হ্যামিলটন
২৪. কে যুক্তিবিদ্যাকে সব বিজ্ঞানের বিজ্ঞান ও সব কলার কলা বলেছেন?
ক. মিল খ. স্টেবিং
গ. স্কোটাস ঘ. টমসন
২৫. বিষয়বস্তুর ভিত্তিতে বিজ্ঞানের
রুপ কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
২৬. যে বিজ্ঞান বস্তুর আকার নিয়ে আলোচনা করে তাকে কী বলে?
ক. বস্তুগত বিজ্ঞান
খ. আকারগত বিজ্ঞান
গ. আদর্শনিষ্ঠ বিজ্ঞান
ঘ. বিষয়নিষ্ঠ বিজ্ঞান
২৭. যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলার কারণ কী?
ক. জ্ঞানের চর্চা করে বলে
খ. কলাবিদ্যা সম্পর্কে ধারণা দেয় বলে
গ. জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে বলে
ঘ. অনুমান প্রক্রিয়ার সাহায৵ নেয় বলে
২৮. যুক্তিবিদ্যার সর্বজনস্বীকৃত ভিত্তি হচ্ছে—
i. তথ্য–প্রমাণ ও বিশ্লেষণমূলক চিন্তাপদ্ধতি
ii. অনুমাননির্ভর চিন্তাপদ্ধতি
iii. বিচারমূলক চিন্তাপদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. যুক্তিবিদ্যায় ব্যবহৃত হয়—
i. ব্যক্তিগত জাত্যর্থ
ii. প্রথাগত জাত্যর্থ
iii. বস্তুগত জাত্যর্থ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. যুক্তিবিদ্যার প্রধান উদ্দেশ্য হলো—
i. সত্যকে অর্জন করা
ii. সত্যকে আবিষ্কার করা
iii. সত্যকে অনুসন্ধান ও অন্বেষণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. যুক্তিবিদ্যা মানুষের মন থেকে দূর করে—
i. অন্ধবিশ্বাস
ii. অজ্ঞতা
iii. কুসংস্কার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. যুক্তিবিদ্যার মৌলিক আলোচ্য বিষয় কোনটি?
ক. শব্দ খ. পদ
গ. বাক্য ঘ. যুক্তিবাক্য
৩৩. বিজ্ঞানকে যুক্তিবিদ্যার সাহায্য নিতে হয় কী কারণে?
ক. বিশ্বাসযোগ্যতা যাচাইয়ে
খ. সংজ্ঞা ও বিষয়বস্তুর ব্যাখ্যায়
গ. অন্য বিষয় মোকাবিলায়
ঘ. দুর্বলতা নিরসনে
৩৪. যুক্তিবিদ্যাকে সব বিজ্ঞানের বিজ্ঞান বলার কারণ?
ক. যুক্তিবিদ্যা বিজ্ঞান থেকে পৃথক নয়
খ. যুক্তিবিদ্যা একটি প্রাচীন জ্ঞানশাস্ত্র
গ. যুক্তিবিদ্যা একটি অত্যাধুনিক জ্ঞানশাস্ত্র
ঘ. সব বিজ্ঞানই নিয়মের কাঠামোর জন্য যুক্তিবিদ্যার ওপর নির্ভরশীল
৩৫. যুক্তিবিদ্যা হচ্ছে ভাষার প্রকাশিত —
ক. কল্পনার বিজ্ঞান
খ. চিন্তার বিজ্ঞান
গ. যুক্তির বিজ্ঞান
ঘ. অনুমানের বিজ্ঞান
৩৬. যুক্তিবিদ্যার আদর্শ কোনটি?
ক. সত্যতা খ. বৈধতা
গ. বাস্তবতা ঘ. ব্যস্ততা
৩৭. যুক্তিবিদ্যায় চিন্তাসম্পর্কিত বিষয় কোনটি?
ক. স্মৃতি খ. কল্পনা
গ. স্মরণ ঘ. অনুমান
৩৮. যুক্তিবিদ্যার মূল কাজ কোনটি?
ক. আবেগকে নিয়ন্ত্রণ করা
খ. যুক্তির তত্ত্ব প্রকাশ করা
গ. বুদ্ধিবৃত্তিকে বিকশিত করা
ঘ. বৈধতা–অবৈধতা নির্ণয় করা
৩৯. কলা বলতে বোঝায়—
i. দক্ষতা
ii. কর্মনৈপুণ্য
iii. সৃজনশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. i, iii ঘ. i, i ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মনি ও শিমু যুক্তিবিদ্যা বিষয়ে আলাপ করছে। মনি যুক্তিবিদ্যার পরিসর সম্পর্কে বলে, মনের সব চিন্তাই এর আলোচ্য বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। তখন শিমু বলে, আমি তোমার সঙ্গে একমত নই।
৪০. অনুচ্ছেদ শিমু মনির উক্তির সঙ্গে একমত না হওয়ার কারণ কী?
ক. মনের আবেগ, অনুভূতি যুক্তিবিদ্যার বিষয়বস্তু নয়
খ. মনের ইচ্ছা যুক্তিবিদ্যার বিষয়বস্তু
গ. মনের আবেগ, অনুভূতি সবার সঙ্গে অভিন্ন
ঘ. মনের চিন্তা মনোবিজ্ঞানের বিষয়বস্তু
সঠিক উত্তর
অধ্যায় ১: ২১.ক ২২.ঘ ২৩.ক ২৪.গ ২৫.ক ২৬.খ ২৭.খ ২৮.গ ২৯.খ ৩০.ঘ ৩১.ঘ ৩২.ঘ ৩৩.খ ৩৪.ঘ ৩৫.খ ৩৬.ক ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.ক
হাসান ইবরাহিম, প্রভাষক, মিরপুর বাংলা কলেজ, ঢাকা