এইচএসসি ২০২৩ - সমাজবিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৫১. প্রথার বৈশিষ্ট্য হলো—

i. প্রথা সমাজে সদা বর্তমান

ii. প্রথায় মূল্যবোধের প্রশ্ন বর্তমান

iii. প্রথা সামাজিক বিধানের নামান্তর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫২. লোকরীতির বৈশিষ্ট্য হলো—

i. এটি সমাজজীবনকে নিয়ন্ত্রণ করে

ii. এটি অস্থায়ী প্রকৃতির

iii. এটি ধর্মের অনুমোদনের ফসল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৩. ব্যক্তির সঙ্গে ব্যক্তির সব ধরনের সামাজিক সম্পর্ককে কী বলা হয়?

ক. সমাজকাঠামো

খ. সম্প্রদায়

গ. গোষ্ঠী

ঘ. দল

৫৪. র৵াডক্লিফ ব্রাউন সমাজকাঠামো বলতে কোন ধরনের সম্পর্ককে তুলে ধরছেন?

ক. ব্যক্তির সঙ্গে ব্যক্তির

খ. ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর

গ. ব্যক্তির সঙ্গে সমাজের

ঘ. ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানের

৫৫. ‘Social Structure and Anomie’ গ্রন্থের রচয়িতা কে?

ক. এমিল ডুর্খেইম

খ. আর কে মার্টন

গ. অগাস্ট কোঁৎ

ঘ. হার্বার্ট স্পেন্সার

৫৬. সামাজিক স্তরবিন্যাসের প্রাচীনতম রূপ কোনটি?

ক. জাতিবর্ণ প্রথা

খ. এস্টেট প্রথা

গ. দাস প্রথা

ঘ. সামাজিক শ্রেণি

৫৭. ‘সামাজিকতা’ একটি অন্তর্গোত্রভিত্তিক প্রত্যয় হলে এর সঙ্গে মিল রয়েছে কোনটির?

ক. জাতি বর্ণের

খ. সামন্ত প্রথার

গ. শ্রেণি মর্যাদার

ঘ. বংশ মর্যাদার

৫৮. সমাজকাঠামো গড়ে ওঠার পূর্বশর্ত হলো—

i. ভাবের আদান–প্রদান

ii. কর্তৃত্ব ও ক্ষমতার বণ্টন

iii. সামাজিকীকরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৯. সমাজকাঠামোর উপাদানগুলো হলো—

i. সমাজের মানুষ এবং তাদের ভূমিকা

ii. সমাজের বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দল

iii. বিভিন্ন প্রথা এবং প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬০. ‘সমাজিক নিয়ন্ত্রণ ব্যক্তিকে সাংস্কৃতিকভাবে নির্ধারিত ও স্বীকৃত পন্থায় আচরণ করতে উৎসাহিত করে’—এ উক্তিটি কার?

ক. ড্রেসলারের

খ. গিসবার্টের

গ. বটোমোরের

ঘ. ম্যাকাইভারের

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫১.ঘ ৫২.খ ৫৩.ক ৫৪.ক ৫৫.খ ৫৬.গ ৫৭.ক ৫৮.ঘ ৫৯.ঘ ৬০.ক

মোহাম্মদ জসিমউদ্দীন, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা