বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) : অধ্যায় ১১ | বাংলাদেশ ও বিশ্বপরিচয় - অষ্টম শ্রেণি

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১১

৩১. মারমারা পুরাতন বর্ষকে বিদায় ও নববর্ষকে বরণ করে কোন উত্সবের মধে৵ দিয়ে?

ক. সাংগ্রাই খ. বৈসাবি

গ. বিজু ঘ. পানিখেলা

৩২. ‘পানি খেলা’ উত্সব কোন মাসের মাঝামাঝি সময়ে উদ্​যাপিত হয়?

ক. মার্চ মাসে খ. এপ্রিল মাসে

গ. জুন মাসে ঘ. আগস্ট মাসে

৩৩. রাখাইনদের আদিবাস কোথায়?

ক. মেঘালয় খ. আসাম

গ. আরাকান ঘ. পাটনা

৩৪ রাখাইনরা কার হাতে ধর্মীয় শিষ্টাচারে দীক্ষিত হয়?

ক. গ্রামপ্রধানের

খ. বৌদ্ধভিক্ষুদের

গ. গ্রামপঞ্চায়েতের

ঘ. বড় বোনের

৩৫. কোনটি রাখাইনদের ঐতিহ্যের প্রতীক?

ক. আঞ্জি খ. পাগড়ি

গ. লুঙ্গি ঘ. টুপি

৩৬. রাখাইনরা কখন সাংগ্রাই উত্সব পালন করে?

ক. পূণি৴মায় খ. অমাবস্যায়

গ. চৈত্রসংক্রান্তিতে ঘ. শীতকালে

৩৭. খাসিয়াদের কোন পণ৵টি বিখ্যাত?

ক. পান খ. কমলা

গ. ধান ঘ. সুপারি

৩৮. সিলেটের মণিপুরিদের কোন পণ৵টি বিদেশে রপ্তানি হয়?

ক. শাড়ি ও শাল খ. গামছা

গ. পান ঘ. পাটি

৩৯. চাকমা নৃগোষ্ঠী নিচের কোন নাচটি করে?

ক. বাঁশ নৃত্য খ. বোতল নৃত্য

গ. ঝুমুর নাচ ঘ. লুঙ্গি নাচ

৪০. বৈসাবি কী?

ক. নতুন বছর বরণের উত্সব

খ. বিয়ের উত্সব

গ. সন্তান জন্মদিনের উত্সব

ঘ. নতুন ধান ঘরে তোলার উত্সব

সঠিক উত্তর

অধ্যায় ১১: ৩১.ক ৩২.খ ৩৩.গ ৩৪.খ ৩৫.খ ৩৬.গ ৩৭.ক ৩৮.ক ৩৯.ক ৪০.ক

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা