আন্তর্জাতিক শ্রমসংস্থার সামাজিক অর্থ কর্মসূচি দক্ষ ও যোগ্যতাসম্পন্ন পেশাদারদের ফেলো হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আবেদনপ্রক্রিয়া উন্মুক্ত করেছে। মূলত বিভিন্ন উন্নয়নশীল দেশে ফিন্যান্স, মাইক্রোফিন্যান্স, ইনস্যুরেন্স ও ডেভেলপমেন্ট ফর ইনক্লুশনে যোগ্যতাসম্পন্ন পেশাদারদের ফেলোশিপ দেওয়ার মাধ্যমে কাজের সুযোগ করে দেয় এ কর্মসূচি।
অর্থনীতি, ব্যবস্থাপনা, ফিন্যান্স, ব্যাংকিং, ইনস্যুরেন্স অথবা এ ধরনের কোনো বিষয়ে ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
ফিন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিতে ৫-১০ বছরের পেশাদারি অভিজ্ঞতা এবং ব্যাংকিং ও ইনস্যুরেন্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে।
বিজনেস অ্যানালাইসিসে অভিজ্ঞতা থাকতে হবে।
ডেভেলপমেন্ট কো–অপারেশনে অভিজ্ঞতা থাকতে হবে।
ফিন্যান্সিয়াল প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড অপারেশনে অভিজ্ঞতা থাকতে হবে।
ম্যাস মার্কেট ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজিতে অভিজ্ঞতা থাকতে হবে।
ডিজিটাল টেকনোলজিতে অভিজ্ঞতা থাকতে হবে।
ইংরেজি
পর্তুগিজ (যাঁরা মোজাম্বিকে আবেদন করবেন, তাঁদের জন্য)
আবেদনকারীর ফিন্যান্সিয়াল ইনক্লুশন, ইনস্যুরেন্স, ডিজিটাল ফিন্যান্স ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ–সম্পর্কিত দক্ষতা থাকতে হবে।
উদ্যমী হতে হবে ও ফেলোশিপকালীন শিখন–অভিজ্ঞতা নথিভুক্ত করার জন্য তৈরি থাকতে হবে।
ফেলোশিপের অধীনে উন্নয়নশীল দেশে উন্নয়নবিষয়ক কর্মকাণ্ডে কাজ করার জন্য আগ্রহী হতে হবে।
অ্যাসাইনমেন্টের পর অন্তর্ভুক্তিমূলক আর্থিক ও ইনস্যুরেন্স সেবা প্রদান করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে।
মোজাম্বিক
সিয়েরা লিয়ন
সলোমন আইল্যান্ড
আবেদন করতে হবে অনলাইনে ই-মেইলের মাধ্যমে এই ঠিকানায়: socialfinance@ilo.org
ই-মেইলের সাবজেক্ট লাইন হবে: "Application - Social Finance Fellowship in Mozambique/Solomon Islands/Sierra Leone"
ই-মেইলে যুক্ত করতে হবে: (i) সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র, (ii) সিভি, (iii) কভার লেটার
আবেদনপত্র পেতে ভিজিট করুন: ilo.org/sites/default/files/2024-05/Fellowship%20application%20form%202024_1.docx
আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২৪
বিস্তারিত জানতে ভিজিট করুন: ilo.org/resource/vacancy-notice/call-fellowship-applications