[পূর্ববর্তী লেখার পর]
১১. আমাদের বসবাসের এলাকা কেন্দ্র করে কোনটি গড়ে ওঠে?
ক. আঞ্চলিক প্রতিষ্ঠান
খ. আন্তর্জাতিক প্রতিষ্ঠান
গ. জাতীয় প্রতিষ্ঠান
ঘ. স্থানীয় প্রতিষ্ঠান
১২. আমাদের দেশে কাদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়?
ক. মণিপুরি খ. চাকমা
গ. গারো ঘ. সাঁওতাল
১৩. বাংলাদেশে কোন ধরনের পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে?
ক. যৌথ খ. একক
গ. বহুপত্নীক ঘ. একপত্নীক
১৪. পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. সাংস্কৃতিক খ. সামাজিক
ঘ. অর্থনৈতিক ঘ. রাজনৈতিক
১৫. ‘সন্তান জন্মদান ও লালন-পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে।’
— এ উক্তিটি কার?
ক. জিন্সবার্গের
খ. আর এম ম্যাকাইভারের
গ. গার্নারের
ঘ. উইলসনের
১৬. পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক. ২ শ্রেণিতে খ. ৩ শ্রেণিতে
গ. ৪ শ্রেণিতে ঘ. ৫ শ্রেণিতে
১৭. কোন পরিবারে একজন স্ত্রী একাধিক স্বামী গ্রহণ করে পরিবার গঠন করে?
ক. একপত্নীক খ. বহুপত্নীক
গ. বহুপতি ঘ. একক
১৮. বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারের প্রকার হলো—
i. পিতৃতান্ত্রিক
ii. মাতৃতান্ত্রিক
iii. বহুপত্নীক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. পরিবারের শ্রেণিবিভাগ করা হয় যে নীতির ভিত্তিতে—
i. বংশগণনা ও নেতৃত্ব
ii. পারিবারিক কাঠামো
iii. বৈবাহিক সূত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. কোনটি শাশ্বত বিদ্যালয়?
ক. সমাজ খ. পরিবার
গ. কলেজ ঘ. স্কুল
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.ঘ ১২.গ ১৩.খ ১৪.খ ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.ক ১৯.ঘ ২০.খ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]