Read The Story (পর্ব-১৩) : Four Friends | ইংরেজি - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

[প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রয়োজনের কথা ভেবে ষষ্ঠ শ্রেণির ইংরেজি বইয়ের Four Friends লেসনটি ধারাবাহিকভাবে দেওয়া হলো। এ লেসনটি মনোযোগ দিয়ে পড়বে]

Four Friends

Anti said, ‘Oh no Mother! I forgot to invite my friends then! Now what?’ Mother laughed, ‘Don’t worry! In three days we have our Prabarona Purnima. Then you can invite all your friends.’ Anti held her breath. ‘Will we have tasty things to eat and new clothes and gifts? Will we have a lot of fun?’ ‘Mother said, ‘Yes, we will have all of those things! We will have a wonderful time and we will have something else too, that I am sure your friends have never seen before!’

অন্তি বলল, ‘আরে না মা! আমি তখন আমার বন্ধুদের আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিলাম! এখন কী করা যায়?’ মা হাসল, ‘চিন্তা কোরো না! তিন দিনের ভেতর আমাদের প্রবারণা পূর্ণিমা। তখন তুমি তোমার সব বন্ধুকে আমন্ত্রণ জানাতে পারবে।’ অন্তি উদ্বেগ প্রকাশ করল, ‘আমাদের কি সুস্বাদু খাবার থাকবে? আর নতুন জামা? আর উপহার? আমরা কি খুব মজা করব?’ ‘মা বলল, ‘হ্যাঁ, আমাদের সবই হবে! আমাদের একটি চমৎকার সময় হবে এবং আমাদের এমন আরও কিছু হবে যা তোমার বন্ধুরা আগে কখনো দেখেনি!’

ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা