ষষ্ঠ শ্রেণির নতুন বই - বিজ্ঞান | শিখন অভিজ্ঞতা ৩ - শূন্যস্থান পূরণ করো

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা ৩

শূন্যস্থান পূরণ করো:

১. বাতাস হলো _____ পদার্থ।

২. _____ পদার্থগুলো দৃঢ় হওয়ায় এদের আকৃতি সহজে পরিবর্তন করা যায় না।

৩. বাড়িঘর, যন্ত্রপাতি ও জাহাজ তৈরিতে _____ পদার্থ ব্যবহার করা হয়।

৪. তেল মোটরগাড়ির _____ হিসেবে ব্যবহৃত হয়।

৫. আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয় _____ গ্যাস।

উত্তর:

১. গ্যাসীয়, ২. কঠিন, ৩. কঠিন, ৪. জ্বালানি, ৫. কার্বন ডাই–অক্সাইড

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা