পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
প্রিয় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী, তোমাদের আগামী ৯ জুলাই মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা আইসিটি (ICT) পরীক্ষা উপলক্ষে আজকে অধ্যায় ৩ থেকে গুরুত্বপূর্ণ অনেকগুলো বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) এখানে দেওয়া হলো, যার সঙ্গে রয়েছে উত্তর। আগামীকাল অন্যান্য অধ্যায় থেকেও MCQ দেওয়া হবে। ধৈর্য্য ধরে অনুশীলন করো, তোমাদের জন্য শুভকামনা।
১. মায়ান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল?
ক. দুই ভিত্তিক খ. দশ ভিত্তিক
গ. ষোলো ভিত্তিক ঘ. বিশ ভিত্তিক
২. মিসরীয় সংখ্যা ছিল কত ভিত্তিক?
ক. দুই ভিত্তিক খ. দশ ভিত্তিক
গ. ত্রিশ ভিত্তিক ঘ. ষাট ভিত্তিক
৩. সুমেরীয় ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল?
ক. আট ভিত্তিক খ. দশ ভিত্তিক
গ. ত্রিশ ভিত্তিক ঘ. ষাট ভিত্তিক
৪. সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া যায়—
i. সুমেরিয়ান-ব্যাবিলিয়ন সভ্যতায়
ii. মিসরীয় সভ্যতায়
iii. বর্তমান সভ্যতায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. গণিতে শূন্যকে একটি সংখ্যা হিসেবে প্রথম কারা ব্যবহার করে?
ক. ভারতীয়রা খ. মিসরীয়রা
গ. চীনারা ঘ. জাপানিরা
৬. মিনিট ও ঘণ্টার হিসাব করা হয় কত দিয়ে?
ক. দুই খ. দশ
গ. ষাট ঘ. এক শ
৭. দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল—
i. চীন সংখ্যা পদ্ধতি
ii. মায়ান সংখ্যা পদ্ধতি
iii. ভারতীয় সংখ্যা পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. রোমান সংখ্যা V–কে দশমিক পদ্ধতিতে কত লেখা হয়?
ক. ০ খ. ১
গ. ৫ ঘ. ১০
৯. দশমিক সংখ্যা ১০–কে রোমান পদ্ধতিতে কত লেখা হয়?
ক. V খ. L
গ. M ঘ. X
১০. সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহার করে—
i. মায়ান ii. ভারতীয়
iii. মিসরীয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. ভারতীয় সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্ন—
i. ১ থেকে ৯ এবং ০
ii. ৯টি
iii. ১০টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
ক. বাইনারি খ. অকটাল
গ. ডেসিমাল ঘ. হেক্সাডেসিমাল
১৩. নিচের কোনটি MSD–এর পূর্ণরূপ?
ক. Metric System Digit
খ. More Significant Digit
গ. Most Significant Digit
ঘ. Most Suitable Digit
১৪. নিচের কোনটি LSD–এর পূর্ণরূপ?
ক. Large Significant Digit
খ. Least Significant Digit
গ. Least Significant Development
ঘ. Large Significant Decoded
১৫. সংখ্যা পদ্ধতিকে উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির ওপর ভিত্তি করে কত ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
১৬. দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক আছে?
ক. ২টি খ. ১০টি
গ. ১৬টি ঘ. অসংখ্য
১৭. দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টি সংখ্যা আছে?
ক. ২টি খ. ১০টি
গ. ১৬টি ঘ. অসংখ্য
১৮. অকটাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত?
ক. ২ খ. ৮
গ. ১০ ঘ. ১৬
১৯. কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট প্রতীক বা অঙ্ককে কী বলে?
ক. সংখ্যা পদ্ধতি
খ. রেডিকস
গ. বেজ বা ভিত্তি ঘ. রেঞ্জ
২০. দশমিক সংখ্যা ১২–এর বাইনারি মান কত?
ক. ১০১০ খ. ১১০১
গ. ১১০০ ঘ. ১১১১
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১. ঘ ২. খ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. গ৭. গ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. ক
২১. বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য—
i. এটি সাধারণ মানুষের বোধগম্যের বাইরে
ii. এটি কম্পিউটারের বোধগম্য
iii. এটি কম্পিউটারের সব হিসাব–নিকাশের ভিত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. বাইনারি ১১১১–এর দশমিক মান কোনটি?
ক. ৩ খ. ৫
গ. ৭ ঘ. ১৫
২৩. (২৫)১০–এর বাইনারি সংখ্যা হলো—
ক. ১১০০১ খ. ১১০১০
গ. ১১০১১০
ঘ. ১০১০১০
২৪. অকটাল সংখ্যা তৈরি করার জন্য একটি বাইনারি সংখ্যাকে—
i. প্রতি তিনটি বিট একত্রে নিয়ে ছোট ছোট ভাগ করতে হয়
ii. ডান দিক থেকে তিনটি করে বিট সাজিয়ে বাঁ দিকে আসতে হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে
iii. বাঁ দিক থেকে তিনটি করে বিট সাজিয়ে ডান দিকে আসতে হয় ভগ্নাংশের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. বাইনারি ১০১১–এর দশমিক মান কোনটি?
ক. ৩ খ. ৫
গ. ১১ ঘ. ১৫
২৬. দশমিক সংখ্যা পদ্ধতি যে কারণে জনপ্রিয়—
i. এটি ব্যবহার করা সহজ
ii. এটি হিসাব-নিকাশে সুবিধা বেশি
iii. এটি কম্পিউটারে যাবতীয় হিসাব-নিকাশের মূল ভিত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. বাইনারি সংখ্যা ১১০০ ও ১০০০–এর যোগফল কত?
ক. ১০০১০ খ. ১০১০০
গ. ১১১১ ঘ. ১০১০১
২৮. কোনটি ২১০–এর দশমিক মান?
ক. ২০ খ. ১২৮
গ. ২৫৬ ঘ. ১০২৪
২৯. অকটাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
ক. ৪ খ. ৬
গ. ৮ ঘ. ১০
৩০. হেক্সাডেসিমাল সংখ্যায় ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে?
ক. ৪টি খ. ৬টি
গ. ৮টি ঘ. ১০টি
৩১. বাইনারি সংখ্যার বাইনারি বিন্দুর—
i. ডান পাশের অংশ LSD
ii. ডান পাশের অংশ MSD
iii. বাঁ পাশের অংশ MSB
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. (৬৪)১০-এর অকটাল মান কত?
ক. ৬৪ খ. ৬৫
গ. ৭৭ ঘ. ১০০
৩৩. হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
ক. ৮ খ. ১০
গ. ১৪ ঘ. ১৬
৩৪. হেক্সাডেসিমাল F–এর মান বাইনারিতে কত?
ক. ১০০০ খ. ১০১০
গ. ১০১১ ঘ. ১১১১
৩৫. (4D)16–এর অকটাল মান কত?
ক. ১১০ খ. ১১১
গ. ১১৫ ঘ. ১২৭
৩৬. (A1D)১৬ –এর সমকক্ষ বাইনারি সংখ্যা কত?
ক. ১০১০১০০১১১০১
খ. ১১০১০১০১০১০১
গ. ১০১০০১০১১১০১
ঘ. ১০১০০০০১১১০১
৩৭. ০ এবং ১ অঙ্ক দুটির প্রতিটির নাম কী?
ক. ডিজিট খ. বাইট
গ. বিট ঘ. বাইনারি
৩৮. কোনটি বিটের পূর্ণরূপ?
ক. ফিল্ড খ. বাইট
গ. কোড ঘ. বাইনারি ডিজিট
৩৯. নিচের কোনটি ১০২ + ১০৮ + ১০১০ + ১০১৬–এর ডেসিমাল মান নির্দেশক?
ক. ২৪ খ. ৩৬
গ. ৪০ ঘ. ৪২০
৪০. ১০১–এর পরিপূরক কত?
ক. ০১০ খ. ১১০
গ. ১০০ ঘ. ১১১
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২১. ঘ ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. গ ২৬. ক ২৭. খ ২৮. ঘ ২৯. গ ৩০. খ ৩১. খ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. গ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. খ ৪০. ক
৪১. (১০১১০১০.১)২–কে হেক্সাডেসিমালে প্রকাশ করলে কত হয়?
ক. 5A.1 খ. 132.4
গ. B2.1 ঘ. 5A.8
৪২. (১০১০১০)২–এর সমকক্ষ দশমিক সংখ্যা কত?
ক. ২৪ খ. ৩৬
গ. ৪০ ঘ. ৪২
৪৩. (১১১)২–এর পরবর্তী সংখ্যা কত?
ক. ১১০ খ. ১০০০
গ. ১১১০ ঘ. ১১১১
৪৪. (১১০০)২–এর পূর্ববর্তী সংখ্যা কত?
ক. ১১০ খ. ১১০১
গ. ১০১১ ঘ. ১১০১
৪৫. (১১০০)২ ও (১০১)২–এর যোগফল কত?
ক. ১১১১১ খ. ১১১০১
গ. ১০০১০ ঘ. ১০০০১
৪৬. বাইনারি সংখ্যা ১১০ ও ১০০–এর—
i. যোগফল ১০১০
ii. বিয়োগফল ১০
iii. অকটাল মান সমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. দশমিক সংখ্যা ৫০ লিখতে সর্বনিম্ন কতটি বিট প্রয়োজন?
ক. ৫টি খ. ৬টি
গ. ৮টি ঘ. ১০টি
৪৮. যে বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয়—
i. ON, OFF ii. HIGH, LOW
iii. YES, NO
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. চিহ্নবিটসহ দশমিক সংখ্যা ১২৫ লিখতে সর্বনিম্ন কতটি বিট প্রয়োজন?
ক. ৫টি খ. ৬টি
গ. ৮টি ঘ. ১০টি
৫০. কোনো সংখ্যার সঙ্গে যে সংখ্যা যোগ করলে যোগফল শূন্য হয়, সেটি হচ্ছে ওই সংখ্যার—
ক. ধনাত্মক সংখ্যা খ. ঋণাত্মক সংখ্যা
গ. অঋণাত্মক সংখ্যা ঘ. নিরপেক্ষ সংখ্যা
৫১. ২–এর পরিপূরক নির্ণয়ের নিয়ম কী?
ক. ১ এর পরিপূরক+১ খ. ১ এর পরিপূরক-১
গ. ১ এর পরিপূরক +০ ঘ. ১ এর পরিপূরক+২
৫২. (-১৬)১০ কে ২–এর পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করলে কত হয়?
ক. ০১০০০০ খ. ০১১১১
গ. ১১০০০০ ঘ. ১১১০০
৫৩. (১০১০)২–এর সমতুল্য—
i. (১০)১০
ii. (১২)৮
iii. (১৪)১৬
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৪. আইসিটি শিক্ষক একজন ছাত্রকে জিজ্ঞাসা করলেন, ‘তোমার রোল কত?’ সে উত্তর দিল—5A। সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করলে কত হয়?
ক. (৫০)১০ খ. (৮০)১০
গ. (৯০)১০ ঘ. (১৫০)১০
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৪১. ঘ ৪২. ঘ ৪৩. খ ৪৪. গ ৪৫. ঘ ৪৬. ক ৪৭. খ ৪৮. ঘ ৪৯. গ ৫০. খ ৫১. ক ৫২. গ ৫৩. ক ৫৪. গ
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা