৩৬. অর্থনীতির প্রতিটি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—
i. উৎসাহ ii. প্রান্তিক চিন্তা
iii. প্রণোদনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. ‘কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে ও কার জন্য উৎপাদন’—এগুলো কী ধরনের সমস্যা?
ক. উৎপাদনগত খ. বিনিময়গত
গ. নির্বাচনগত ঘ. বণ্টনগত
৩৮. কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা হবে, এ সমস্যা সমাধানের পর কোন প্রশ্নটি আসে?
ক. কীভাবে উৎপাদন করা হবে
খ. কার জন্য উৎপাদন করা হবে
গ. কী দামে বিক্রি হবে
ঘ. কাদের মধ্যে বণ্টন হবে
৩৯. কোন পদ্ধতিতে আপেক্ষিক চাহিদার ওপর উৎপাদনের বিন্যাস নির্ভর করে?
ক. নির্দেশমূলক পদ্ধতি
খ. প্রথাগত অর্থনৈতিক পদ্ধতি
গ. বাজার পদ্ধতি
ঘ. বৈজ্ঞানিক পদ্ধতি
৪০. কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত?
ক. ধনতান্ত্রিক অর্থনীতি
খ. মিশ্র অর্থনীতি
গ. সমাজতান্ত্রিক অর্থনীতি
ঘ. ইসলামি অর্থনীতি
৪১. সরকারি উদ্যোগে উৎপাদনকার্য চলে কোন অর্থব্যবস্থায়?
ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. ইসলামি ঘ. মিশ্র
৪২. কোন অর্থব্যবস্থায় রাষ্ট্রই সব সম্পদের মালিক?
ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. ইসলামি ঘ. মিশ্র
৪৩. কেন্দ্রীয় পরিকল্পনা কোন ধরনের অর্থব্যবস্থার বৈশিষ্ট্য?
ক. ধনতান্ত্রিক খ. ইসলামি
গ. মিশ্র ঘ. সমাজতান্ত্রিক
৪৪. সমাজতন্ত্রের উৎপাদনকার্য পরিচালিত হয়—
i. জাতীয় চাহিদার ভিত্তিতে
ii. সামগ্রিক কল্যাণের জন্য
iii. রাষ্ট্রের সুবিধার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. নিচের কোন দেশে মিশ্র অর্থব্যবস্থা চালু আছে?
ক. বাংলাদেশে খ. ইরানে
গ. চীনে ঘ. কিউবায়
৪৬. কোন অর্থব্যবস্থায় অতিরিক্ত একচেটিয়া মুনাফা অর্জন সম্ভব নয়?
ক. প্রথাগত খ. ধনতন্ত্র
গ. মিশ্র ঘ. নির্দেশমূলক
৪৭. ভোক্তাসাধারণের দ্রব্য ক্রয়–বিক্রয় ও ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতাকে কী বলা হয়?
ক. উৎপাদকের স্বাধীনতা খ. সরকারের স্বাধীনতা
গ. ভোক্তার স্বাধীনতা ঘ. কেন্দ্রীয় পরিকল্পনা
৪৮. কোন খাতকে ভূমিবাদীরা অনুৎপাদনশীল খাত মনে করতেন?
ক. শিল্প ও বাণিজ্য খ. শিল্প ও কৃষি
গ. কৃষি ও বাণিজ্য ঘ. খনিজ ও বাণিজ্য
৪৯. অধ্যাপক মার্শাল কিসের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন?
ক. সম্পদ খ. মানবকল্যাণ
গ. বিলাস ঘ. চাহিদা
৫০. অর্থনীতির মৌলিক নীতিমালা কয়টি?
ক. ৮টি খ. ৯টি
গ. ১০টি ঘ. ১২টি
৫১. ‘Economics’ কোন শব্দ থেকে এসেছে?
ক. Oikonomia খ. Ekonomia
গ. Onkomia ঘ. Konomia
৫২. কোন সময়ে প্রাচীন ভারতে ‘কৌটিল্যর অর্থশাস্ত্র’ আলোচিত হয়?
ক. ৪র্থ খ্রিষ্টপূর্বে খ. ৫ম খ্রিষ্টপূর্বে
গ. ৬ষ্ঠ খ্রিষ্টপূর্বে ঘ. ৭ম খ্রিষ্টপূর্বে
৫৩. ‘বাণিজ্যবাদ’–এর প্রসারকাল কোনটি?
ক. ১৪০০–১৫০০ সাল খ. ১৫৯০–১৭২০ সাল
গ. ১৫৯০–১৭৮০ সাল ঘ. ১৭৯০–১৮৮০ সাল
৫৪. ‘Mercanitlism’ শব্দটির অর্থ কী?
ক. ভূমিবাদ খ. বাণিজ্যবাদ
গ. সাম্রাজ্যবাদ ঘ. পুঁজিবাদ
৫৫. কারা রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধির জন্য অধিক রপ্তানি করত?
ক. রোমানরা খ. গ্রিকরা
গ. ফরাসিরা ঘ. ইংল্যান্ডের ব্যবসায়ীরা
৫৬. অ্যাডাম স্মিথের লেখা ‘An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations’ কত সালে প্রকাশিত হয়েছিল?
ক. ১৭৭৬ সালে খ. ১৭৭৮ সালে
গ. ১৮২৮ সালে ঘ. ১৮৪৫ সালে
৫৭. অর্থনীতির ‘ক্ষুদ্র’ বিষয় নিয়ে আলোচনা হয় কোথায়?
ক. ব্যষ্টিক অর্থনীতি খ. সামষ্টিক অর্থনীতি
গ. একক অর্থনীতি ঘ. সামগ্রিক অর্থনীতি
৫৮. অর্থনীতির ‘বৃহৎ’ বিষয় নিয়ে আলোচনা হয় কোথায়?
ক. ব্যষ্টিক অর্থনীতি খ. সামগ্রিক অর্থনীতি
গ. একক অর্থনীতি ঘ. সামষ্টিক অর্থনীতি
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩৬. খ ৩৭. গ ৩৮. ক ৩৯. গ ৪০. গ ৪১. খ ৪২. খ ৪৩. ঘ ৪৪. ক. ৪৫. ক ৪৬. গ ৪৭. গ ৪৮. ক ৪৯. খ ৫০. গ ৫১. ক ৫২. ক ৫৩. গ ৫৪. খ ৫৫. ঘ ৫৬. ক ৫৭. ক ৫৮. ঘ
মুহাম্মদ শামীম, িশক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা