পঞ্চম শ্রেণির পড়াশোনা
১. প্রশ্ন: পরিবেশদূষণ বলতে কী বোঝো?
উত্তর: বেঁচে থাকার জন্য পরিবেশের ওপর নানাভাবে নির্ভর করি। ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবেশ যখন জীবের জন্য ক্ষতিকর তখন তাকে পরিবেশদূষণ বলে। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশে পরিবেশকে দূষিত করে।
২. প্রশ্ন: বায়ুদূষণের ফলে কী হয়?
উত্তর: বায়ুদূষণের ফলে—
ক. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়
খ. অ্যাসিড বৃষ্টি হয়
গ. মানুষ ফুসফুসের ক্যানসার, শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
৩. প্রশ্ন: পরিবেশ দূষণগুলো কী কী?
উত্তর: পরিবেশদূষণগুলো হলো —
ক. বায়ুদূষণ
খ. পানিদূষণ
গ. মাটিদূষণ
ঘ. শব্দদূষণ
৪. প্রশ্ন: পরিবেশদূষণের কারণসমূহ কী?
উত্তর: পরিবেশদূষণের প্রধান কারণ হলো শিল্পায়ন। শিল্পকারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারই পরিবেশদূষণের প্রধান কারণ। এ ছাড়া যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলা, মলমূত্র ত্যাগ করা, কফ, থুতু হাসপাতালের বর্জ্য ফেলার কারণেও পরিবেশ দূষিত হয়ে থাকে।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা