ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

২৮. বিভিন্ন বিভাগ এবং ব্যক্তির কার্যাবলিকে ধারাবাহিক ও একীভূত করার কাজকে কী বলে?

ক. সংগঠিতকরণ খ. সমন্বয়

গ. প্রেষণা ঘ. নিয়ন্ত্রণ

২৯. ব্যবস্থাপনা সব সময়ই কোন কেন্দ্রিক?

ক. লক্ষ্যকেন্দ্রিক

খ. কর্মকেন্দ্রিক

গ. ব্যবসায়কেন্দ্রিক

ঘ. কর্মিকেন্দ্রিক

৩০. ‘Management’ শব্দটি কোন দেশের ভাষা থেকে এসেছে?

ক. জার্মানি খ. ইতালি

গ. ব্রিটেন ঘ. ফ্রান্স

৩১. ‘The Code of Hummurabi’ ব্যবস্থাপনা কোন সভ্যতায় দেখতে পাওয়া যায়?

ক. মিশরীয় খ. গ্রিক

গ. চৈনিক ঘ. ব্যবিলনীয়

৩২. এলটন মেয়ো ব্যবস্থাপনার কোন তত্ত্ব প্রদানের জন্য বিখ্যাত?

ক. আচরণ তত্ত্ব

খ. সামাজিক সিস্টেম মতবাদ

গ. হথর্ন স্টাডিজ

ঘ. উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা মতবাদ

৩৩. ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া, কারণ—

i. এর কাজগুলো পরস্পর-সম্পর্কিত

ii. এর কাজগুলো ধারাবাহিকভাবে

সম্পন্ন হয়

iii. এটি নিত্যনতুন ধারণা প্রদান করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. রবার্ট ওয়েন কোন সময়ের ব্যবস্থাপক ছিলেন?

ক. শিল্পবিপ্লব কালের

খ. আধুনিক যুগের

গ. প্রাচীন যুগের

ঘ. মধ্যযুগের

৩৫. ব্যবস্থাপনা প্রক্রিয়ার ভিত্তি কোনটি?

ক. নিয়ন্ত্রণ খ. পরিকল্পনা

গ. নির্দেশনা ঘ. কর্মী সংস্থান

৩৬. ‘General and Industrial Management’ বইটি কার লেখা?

ক. রবার্ট হুয়েন

খ. ম্যাক্স ওয়েবার

গ. হেনরি ফেয়ল

ঘ. এফ ডব্লিউ টেইলর

সঠিক উত্তর

অধ্যায় ১: ২৮.খ ২৯.ক ৩০.খ ৩১.ঘ ৩২.গ ৩৩.ক ৩৪.ক ৩৫.খ ৩৬.গ

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা