৫. প্রশ্ন: নারী-পুরুষের সমান অংশগ্রহণ ও সমান অধিকার প্রয়োজন কেন?
উত্তর: নারী পুরুষের সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
৬. প্রশ্ন: অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কোন নারী অসামান্য অবদান রাখেন?
উত্তর: নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া।
৭. প্রশ্ন: কত তারিখে সরকারিভাবে বেগম রোকেয়া দিবস পালন করা হয়?
উত্তর: বেগম রোকেয়া স্মরণে বাংলাদেশে প্রতিবছর ৯ ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়।
৮. প্রশ্ন: বিশ্বজুড়ে কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়?
উত্তর: বিশ্বজুড়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
৯. প্রশ্ন: নিউইয়র্ক শহরে কত তারিখে নারী পোশাক শ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন?
উত্তর: ১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্ক শহরের একটি পোশাক কারখানার নারী পোশাকশ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন।
১০. প্রশ্ন: ১৮৫৭ সালের ৮ মার্চ নারী পোশাকশ্রমিকদের আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল?
উত্তর: ১৮৫৭ সালের ৮ মার্চ নারী পোশাকশ্রমিকদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি ও দৈনিক আট ঘণ্টা শ্রমের দাবি।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা