৬১. ১৮০° পূর্ব ও পশ্চিম দ্রাঘিমারেখা কোন দিকে?
ক. ০° বরাবর
খ. ০°–এর উল্টো দিকে
গ. ২৩° বরাবর
ঘ. ৬৬° এর ঠিক উল্টো দিকে
৬২. একই দ্রাঘিমায় ১৮০°–তে সময়ের পার্থক্য কত হয়?
ক. ৬ ঘণ্টা খ. ১২ ঘণ্টা
গ. ২৪ ঘণ্টা ঘ. ৮ মিনিট
৬৩. নিচের কোনটি আন্তর্জাতিক তারিখ রেখা নির্দেশ করে?
ক. ১২০° দ্রাঘিমারেখা খ. ১৮০° দ্রাঘিমারেখা
গ. ১৯০° দ্রাঘিমারেখা ঘ. ১৮০° উত্তর অক্ষাংশ
৬৪. আন্তর্জাতিক তারিখ রেখা কোন সাগরের ওপর দিয়ে কল্পিত হয়েছে?
ক. প্রশান্ত মহাসাগর খ. আটলান্টিক মহাসাগর
গ. ভারত মহাসাগর ঘ. জাপান সাগর
৬৫. ভূগোলে পৃথিবী পৃষ্ঠের দুই বিপরীত স্থানকে পরস্পরের কী বলে?
ক. বিপরীত স্থান খ. সমস্থান
গ. প্রতিপাদ স্থান ঘ. উল্টোমুখী স্থান
৬৬. পৃথিবী কোন রেখার ওপর আবর্তন করে?
ক. মেরুরেখা খ. নিরক্ষরেখা
গ. মূল মধ্যরেখা ঘ. মকরক্রান্তি রেখা
৬৭. পৃথিবীর নিজ কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করাকে কী বলে?
ক. বার্ষিক গতি খ. আহ্নিক গতি
গ. আবর্তন গতি ঘ. রৈখিক গতি
৬৮. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
ক. ৩৬৫ দিন
খ. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
গ. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ৪৮ সেকেন্ড
ঘ. ৩৬৬ দিন ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
৬৯. এক ‘সৌরবছর’ সময়কাল কত?
ক. পৃথিবীর একবার আবর্তনের সময়কাল
খ. পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণের সময়কাল
গ. পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের সময়কাল
ঘ. সূর্যের পৃথিবীকে প্রদক্ষিণের সময়কাল
৭০. যে বছর ফেব্রুয়ারি মাসকে এক দিন বাড়িয়ে ২৯ দিন ধরা হয়, সে বছরকে কী বলা হয়?
ক. সান ইয়ার খ. স্টার ইয়ার
গ. লিপ ইয়ার ঘ. লং ইয়ার
সঠিক উত্তর
অধ্যায় ২: ৬১.খ ৬২.গ ৬৩.খ ৬৪.ক ৬৫.গ ৬৬.ক ৬৭.ক ৬৮.খ ৬৯.খ ৭০.গ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা