এসএসসি পরীক্ষা ২০২৩ - বিশেষ পরামর্শ
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষার আর মাত্র কয়েকটি দিন বাকি। আজ তোমাদের জন্য থাকছে কীভাবে পরীক্ষায় ভূগোল ও পরিবেশ বিষয়ে খুব ভালো নম্বর তোলা যায়, তার টিপস।
পরীক্ষায় সৃজনশীল অংশে প্রশ্ন থাকবে ১১টি। ১১টি প্রশ্ন থেকে যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ৭×১০ অর্থাৎ ৭০ নম্বর। নৈর্ব্যত্তিক অংশে ৩০টি প্রশ্ন থেকে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ১×৩০ অর্থাৎ ৩০ নম্বর।
পুরনবিনাস সিলেবাস অনুযায়ী অধ্যায়-১, ২, ৩, ৪, ৫, ৬, ও ১০–এর ওপর ভিত্তি করে তোমাদের বোর্ড পরীক্ষা হবে।
তাই বোর্ড বই থেকে এসব অধ্যায় ভালো করে দাগিয়ে পড়ে ফেল। এটা তোমাকে সৃজনশীল প্রশ্ন সহজে বুঝতে এবং বহুনির্বাচনি অংশে অধিক নম্বর তুলতে সহায়তা করবে।
বহুনির্বাচনিতে ভালো করতে নির্ধারিত অধ্যায়গুলো খুব ভালো রিভিশন দেবে। প্রতিটি অধ্যায় অনেক নাম, উচ্চতা, উৎপত্তি স্থান, অক্ষাংশ–দ্রাঘিমাংশসহ বিভিন্ন বিষয়ে মনে রাখতে হবে। বহুনির্বাচনিতে ভালো করলেই সহজে বেশি নম্বর উঠবে।
সৃজনশীল অংশের প্রশ্নের উত্তর চার ধাপে সঠিক পদ্ধতি অনুসরণ করে লিখবে।
সময়কে কাজে লাগানোর এখনই উপযুক্ত সময়। পরীক্ষার যে কয় দিন বাকি আছে, অযথা সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাও। মনোযোগ দিয়ে পড়াশোনা করো। দেখবে আত্মবিশ্বাস বাড়বে।
ভূগোলের ক্ষেত্রে ছবি আঁকার একটা ব্যাপার থাকে। অনেক সময় ছবির কথা বলা হয় না, কিন্তু তোমায় বুদ্ধি করে ছবিটা আঁকতে হবে। এতে করে তোমার নম্বর বাড়বে। তাই বাড়িতে ছবিগুলো ঘড়ি ধরে সুন্দর করে আঁকতে চেষ্টা করো। এটা তোমাকে পরীক্ষায় বেশি নম্বর তুলতে সহায়তা করবে।
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা