হিসাববিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১৯. ‘ক’, ‘খ’ ও ‘গ’ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার তাদের লাভ–ক্ষতি বণ্টনের অনুপাত ৫:৩:১। মুনাফা ১,৬২,০০০ টাকা হলে ‘খ’–এর প্রাপ্য মুনাফার পরিমাণ কত হবে?

ক. ১৮,০০০ টাকা

খ. ২০,০০০ টাকা

গ. ৫২,০০০ টাকা

ঘ. ৫৪,০০০ টাকা

২০. অংশীদারি ব্যবসায়ে বণ্টনযোগ্য আয় নির্ধারণকালে কোন ব্যয়টি হিসাবে অন্তর্ভুক্ত হয় না?

ক. বিমা খরচ

খ. জীবনবিমার প্রিমিয়াম খরচ

গ. ভাড়া খরচ

ঘ. বিদ্যুৎ খরচ

২১. অংশীদারের বেতন কী?

ক. মুনাফাজাতীয় ব্যয়

খ. মূলধনজনিত ব্যয়

গ. ব্যয়

ঘ. আয়

২২. কোথায় অংশীদারের প্রদত্ত ঋণের ওপর সুদ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে?

ক. চুক্তিপত্রে

খ. ১৯৩২ সালের অংশীদারি আইনে

গ. আমেরিকান হিসাববিজ্ঞানে

ঘ. ইংলিশ আইন, ১৯৩২

২৩. ঋণের সুদ নগদে পরিশোধ না হয়ে থাকলে তা কোথায় হিসাবভুক্ত করতে হবে?

ক. নগদ প্রবাহ বিবরণীতে

খ. মূলধন হিসাবে

গ. ব্যাংক হিসাবে

ঘ. লাভ–লোকসান সমন্বয় হিসাবে

২৪. অংশীদারি ব্যবসায়ে পাল্টা নিশ্চয়তা প্রদান করার প্রধান লক্ষ্য কী?

ক. প্রতিযোগিতায় টিকে থাকা

খ. নিশ্চিত মুনাফা অর্জন

গ. অধিক মুনাফা অর্জন

ঘ. দক্ষতা বৃদ্ধি

২৫. চলতি বছরের সমন্বিত ক্ষতির অংশ বণ্টন দেখিয়ে কোন হিসাব বন্ধ করতে হয়?

ক. সমন্বিত মূলধন হিসাব

খ. সমন্বিত লাভ–লোকসান আবণ্টন হিসাব

গ. সমন্বিত লাভ–লোকসান হিসাব

ঘ. লাভ–লোকসান আবণ্টন হিসাব

২৬. বিপরীত কার্যক্রমের মাধ্যমে সমাপনী মূলধনকে বাড়িয়ে বা কমিয়ে কী পাওয়া যায়?

ক. সমন্বিত মূলধন

খ. সমন্বিত সমাপনী মূলধন

গ. চলতি মূলধন

ঘ. প্রারম্ভিক মূলধন

সঠিক উত্তর

অধ্যায় ২: ১৯.ঘ ২০.খ ২১.ক ২২.খ ২৩.ঘ ২৪.গ ২৫.গ ২৬.ঘ

মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা