আবেদনের শেষ তারিখ: ২৮ নভেম্বর ২০২৩
ইউএসআইপি পিস স্কলার ফেলোশিপ প্রোগ্রাম ২০২৪-২০২৫ এর জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এই ফেলোশিপ প্রোগ্রামটি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, পিসবিল্ডিং এবং সিকিউরিটি স্টাডিজ নিয়ে পিএইচডি প্রার্থীদের অনাবাসিক ফেলোশিপ প্রদান করে।
ইউনাইটেড স্টেটস ইন্সটিটিউট অব পিস সংক্ষেপে ইউএসআইপি (USIP), ১৯৮৮ সাল থেকে এই ফেলোশিপ প্রোগ্রামটির মাধ্যমে ৪০৮ জন স্কলারের গবেষণায় ফেলোশিপ প্রদানের মাধ্যমে সহায়তা করেছে, যাদের অধিকাংশই পরবর্তীতে ক্যারিয়ার হিসেবে গবেষণা, উচ্চ শিক্ষা এবং পলিসি মেকিং সম্পর্কিত পেশায় নিয়োজিত হয়েছেন। মিনার্ভা রিসার্চ ইনিশিয়েটিভের সাথে অংশীদারির মাধ্যমে এই ফেলোশিপটি দেওয়া হয়। বর্তমানে প্রতি বছর ১৮টি পর্যন্ত ফেলোশিপ প্রদান করা হয়।
বৃত্তির পরিমাণ
২০,০০০ ইউএস ডলার পর্যন্ত উপবৃত্তি
উপবৃত্তির টাকা বৃত্তিপ্রাপ্ত ফেলোদের হাতে সরাসরি তিনটি ধাপে দেওয়া হবে
যোগ্যতা
আবেদনকারীকে আমেরিকা ব্যাতিত অন্য কোনো দেশের নাগরিক হতে হবে
আমেরিকার যেকোনো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী হতে হবে। তবে আন্তর্জাতিক অথবা স্যাটেলাইট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে চলবে না
সফলভাবে সমস্ত প্রয়োজনীয় ক্লাসওয়ার্ক এবং একাডেমিক কোর্সের প্রয়োজনীয় পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে
যেকোনো বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবে
প্রয়োজনীয় তথ্য
১০ মাসব্যাপী অনাবাসিক ফেলোশিপ প্রোগ্রাম
প্রত্যেক ফেলোকে ফল সেশনে স্বশরীরে ওয়াশিংটন ডিসিতে পিস স্কলার ওয়ার্কশপে অংশ নিতে হবে
গবেষণাকর্মের উপদেষ্টা দ্বারা স্বাক্ষরিত গবেষণামূলক অগ্রগতি প্রতিবেদন প্রতি তিন মাস অন্তর জমা দিতে হবে
ইউএসআইপি পিস স্কলার নিউজলেটারের জন্য নিয়মিত আপডেট জমা দিতে হবে
দুটি অনলাইন গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করতে হবে
ইউএসআইপি-তে সম্পূর্ণ এবং কমিটি অনুমোদিত গবেষণামূলক প্রবন্ধের অনুলিপি জমা দিতে হবে
ফেলোশিপ থেকে প্রাপ্ত নিবন্ধ এবং বই সহ অন্য কোনো প্রকাশনার কপি জমা দিতে হবে
আবেদন যেভাবে
আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত অবস্থার স্বপক্ষে প্রমাণাদি
আপনার ব্যক্তিগত তথ্য এবং যোগাযোগের তথ্য
রিকমেন্ডেশন লেটার, স্বাক্ষরিত তারিখ থেকে এক সপ্তাহের মধ্যে আবেদন করতে হবে। এবং ২০২৪-২০২৫ পিস স্কলারের উদ্দেশ্যে প্রস্তুতকৃত রিকমেন্ডেশন লেটারসমূহ EDT (Eastern Daylight Time) সময় অনুসারে ডিসেম্বর ৫, মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে সাবমিট করতে হবে।
গ্রন্থপঞ্জি (বিবলিওগ্রাফি)
জীবন বৃত্তান্ত (সিভি)
আবেদনকারীর পাবলিকেশনের লিংক
আরও বিস্তারিত জানতে ওয়েবসাইট: usip.org
আবেদন করতে অনলাইন ঠিকানা: usip.fluxx.io