জলবায়ু - ভূগোল ১ম পত্র, অধ্যায় ৬ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

১৮. বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কী? 

  ক. রেইনগেজ

খ. হাইগ্রোমিটার 

  গ. রেইনমিটার

ঘ. অ্যানিমোমিটার

১৯. বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়? 

ক. রাজশাহীতে

খ. সিলেটের লালখানে 

গ. চট্টগ্রামে

ঘ. বরিশালে

নিচের উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

দেশটির জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে পরিচিত। বর্ষাকালে সর্বাধিক বৃষ্টিপাত হয়। শীতকালে প্রায় বৃষ্টিহীন থাকে।

২০. উক্ত জলবায়ু অঞ্চলের অন্তর্গত দেশ কোনটি? 

  ক. ইতালি খ. যুক্তরাজ্য

  গ. বাংলাদেশ ঘ. মালয়েশিয়া

২১. উদ্দীপকে উল্লেখিত জলবায়ুর আর যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়— 

i. গ্রীষ্মকালীন কালবৈশাখী

ii. জুলাই মাস সর্বাধিক গরম

iii. শীতকালে বাতাসের আর্দ্রতা প্রায় ৩৬%

নিচের কোনটি সঠিক?

  ক. i ও ii খ. ii ও iii

  গ. i ও iii ঘ. i, ii ও iii

২২. সবজি চাষের জন্য কাচের ঘরে সূর্যতাপ ধরে রাখা বিষয়টিকে কী বলা হয়?

ক. গ্রিনহাউস

খ. গ্রিনহাউস প্রতিক্রিয়া 

গ. গ্রিনহাউস গ্যাস

ঘ. গ্রিনহাউস প্রভাব

২৩. ব্যাপক হারে বনজঙ্গল ধ্বংস করার কারণে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বাড়ছে? 

ক. অক্সিজেন

খ. নাইট্রোজেন

গ. কার্বন ডাই–অক্সাইড

ঘ. কার্বন মনো–অক্সাইড

২৪. গ্রিনহাউস গ্যাস— 

i. কার্বন ডাই–অক্সাইড

ii. মিথেন

iii. নাইট্রোজেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়? 

  ক. অক্সিজেন খ. নাইট্রাস অক্সাইড

  গ. মিথেন ঘ. ক্লোরোফ্লোরো কার্বন 

২৬. বাংলাদেশে প্রধান তিনটি ঋতুর অন্যতম কোনটি? 

  ক. বসন্ত খ. শরৎ

  গ. গ্রীষ্ম ঘ. হেমন্ত

২৭. বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী? 

  ক. রেইনগেজ

খ. হাইগ্রোমিটার 

  গ. রেইনমিটার

ঘ. অ্যানিমোমিটার

২৮. বায়ুর বেগ মাপার যন্ত্রের নাম কী? 

  ক. রেইনগেজ

খ. হাইগ্রোমিটার 

  গ. রেইনমিটার

ঘ. অ্যানিমোমিটার

২৯. বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণ কী? 

  ক. গ্রিনহাউস প্রভাব খ. ষড়ঋতুর প্রভাব

  গ. জনসংখ্যা বৃদ্ধির প্রভাব

ঘ. কালবৈশাখীর প্রভাব

৩০. পৃথিবীর জলবায়ু অঞ্চলকে প্রধান কয়টি অঞ্চলে ভাগ করা যায়? 

  ক. ৪টি খ. ৫টি

  গ. ৬টি ঘ. ৭টি

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১৮. ক ১৯. খ ২০. গ ২১. গ ২২. খ ২৩. গ ২৪. ক ২৫. ক ২৬. গ ২৭. খ ২৮. ঘ ২৯. ক ৩০. খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা