পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৫১. নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কোথায় চালু আছে?
ক. চীন খ. ভারত
গ. উত্তর কোরিয়া ঘ. রাশিয়া
৫২. নির্দেশমূলক অর্থব্যবস্থায় সব সম্পদের মালিক কে?
ক. জনগণ খ. রাষ্ট্র
গ. ব্যবসায়ী ঘ. উৎপাদনকারী
৫৩. ‘Macros’ কোন শব্দ থেকে এসেছে?
ক. গ্রিক খ. পর্তুগিজ
গ. ইংরেজি ঘ. হিব্রু
৫৪. ইসলামি অর্থনীতিতে জাকাত প্রদানের হার কত?
ক. ২.০০% খ. ২.৫০%
গ. ৩.০০% ঘ. ৩.৫০%
৫৫. ‘Das Capital’ গ্রন্থের রচয়িতা কে?
ক. আলফ্রেড মার্শাল
খ. অধ্যাপক কেইন্স
গ. কার্ল মার্কস
ঘ. এল রবিন্স
৫৬. প্রধান অর্থনৈতিক সমস্যা কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৫৭. প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কী বলে?
ক. দুষ্প্রাপ্যতা খ. অভাব
গ. সম্পদ ব্যয় ঘ. সুযোগ ব্যয়
৫৮. মৌলিক অর্থনৈতিক সমস্যা—
i. কী উৎপাদন করতে হবে?
ii. কীভাবে উৎপাদন করতে হবে?
iii. কার জন্য উৎপাদন করতে হবে?
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫৯. ইসলামি অর্থনীতিতে বণ্টন করা হয়—
i. ফিতরা
ii. জাকাত
iii. জিজিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৫১.গ ৫২.খ ৫৩.ক ৫৪.খ ৫৫.গ ৫৬.খ ৫৭.ক ৫৮.ঘ ৫৯.ক
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা