১৭. গুদামজাতকরণ নিচের কোন দুটির মধ্যে সমতা বিধান করে?
ক. চাহিদা ও দাম খ. চাহিদা ও জোগান
গ. জোগান ও দাম ঘ. উৎপাদন ও জোগান
১৮. মাছের ডিম থেকে রেণু পোনা উৎপাদন কোন শিল্পের অন্তর্গত?
ক. উত্তোলন খ. উৎপাদন
গ. প্রজনন ঘ. বিশ্লেষণ
১৯. মানবসম্পদ ব্যবসায় পরিবেশের কোন উপাদানের অন্তর্গত?
ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক
গ. সামাজিক ঘ. আইনগত
২০. সমুদ্র থেকে ঝিনুক সংগ্রহ কোন শিল্পের অন্তর্গত?
ক. প্রক্রিয়াজাত খ. নিষ্কাশন
গ. বিশ্লেষণ ঘ. যৌগিক
২১. পণ্য বিনিময় কোন ধরনের বাধা দূর করে?
ক. অর্থগত খ. ব্যক্তিগত
গ. তথ্যগত ঘ. সময়গত
২২. এক মৌসুমে উৎপাদিত পণ্য অন্য মৌসুমে বিক্রয়ের ক্ষেত্রে ব্যবসায়ীকে কী ধরনের কাজ করতে হয়?
ক. গুদামজাতকরণ খ. শ্রেণিবদ্ধকরণ
গ. মান নির্ধারণ ঘ. প্যাকিং
২৩. ইউরিয়া সার কোন শিল্পের অন্তর্গত?
ক. নিষ্কাশন খ. প্রজনন
গ. বিশ্লেষণ ঘ. যৌগিক
২৪. প্রজননশিল্পের অন্তর্গত হলো—
i. নার্সারি
ii. হাঁস-মুরগি পালন
iii. পুকুর থেকে মাছ ধরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৭.খ ১৮.গ ১৯.খ ২০.খ ২১.খ ২২.ক ২৩.ঘ ২৪.খ
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা