পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
২১. নিচের কোনটি হিসাবের শুধু ডেবিট দিকে প্রভাবিত করে?
ক. সম্পদ, খরচ ও আয় বৃদ্ধি
খ. সম্পদ, খরচ ও উত্তোলন বৃদ্ধি
গ. দায়, মূলধন ও উত্তোলন বৃদ্ধি
ঘ. আয়, উত্তোলন ও সম্পদ হ্রাস
২২. নিচের কোন লেনদেনটি মালিকানাস্বত্ব বৃদ্ধি করে?
ক. বেতন প্রদান ৫,০০০ টাকা
খ. আসবাবপত্রের অবচয় ৪,০০০ টাকা
গ. বিনিয়োগের সুদ ১,০০০ টাকা
ঘ. ঋণের সুদ ২,০০০ টাকা
২৩. অগ্রিম বিমা সেলামি প্রদানের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয়?
ক. মালিকানাস্বত্ব হ্রাস পায়
খ. সম্পদ বৃদ্ধি পায়
গ. আয় বৃদ্ধি পায়
ঘ. দায় হ্রাস পায়
২৪. প্রাপ্য হিসাবের টাকা প্রাপ্ত হলে নিচের কোন পরিবর্তনটি হবে?
ক. সম্পদ বৃদ্ধি ও সম্পদ হ্রাস
খ. সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস
গ. সম্পদ বৃদ্ধি ও মূলধন বৃদ্ধি
ঘ. সম্পদ বৃদ্ধি ও নগদ অর্থ বৃদ্ধি
২৫. প্রদত্ত বাট্টা কীভাবে হিসাবকে প্রভাবিত করে?
ক. খরচ বাড়ে ও সম্পদ কমে
খ. আয় বাড়ে ও সম্পদ কমে
গ. খরচ কমে ও দায় বাড়ে
ঘ. আয় কমে ও দায় বাড়ে
২৬. IASC এর পূর্ণরূপ কোনটি?
ক. International Auditing Standards Committee.
খ. International Accounting Standards Committee.
গ. International Association Standard Committee.
ঘ. International Acceptable Standard Committee.
২৭. কোন শব্দ থেকে ‘Accounting’ শব্দটির উত্পত্তি হয়েছে?
ক. ফরাসি খ. ইতালি
গ. জার্মান ঘ. ল্যাটিন
২৮. লেনদেনের কাঠামোগত পরিবর্তন হবে—
i. নগদে সম্পদ ক্রয় করা হলে
ii. নগদে পণ্য বিক্রয় করা হলে
iii. নগদ টাকা ব্যাংকে জমা দিলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. অদৃশ্য লেনদেন হলো—
i. অফিস সরঞ্জাম ক্রয় ৬,০০০ টাকা
ii. ইজারা সম্পত্তির অবলোপন ৫,০০০ টাকা
iii. সুনাম বৃদ্ধি পেল ২৫,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. AAA এর পূর্ণরূপ কী?
ক. American Accounting Association.
খ. Asian Accounting Association.
গ. Accounting Association of America.
ঘ. Accounting Association of Africa.
সঠিক উত্তর
অধ্যায় ১: ২১.খ ২২.গ ২৩.খ ২৪.ক ২৫.ক ২৬.খ ২৭.ঘ ২৮.খ ২৯.গ ৩০.ক
মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা