এসএসসি ২০২৪ - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

৩১. উপমহাদেশে কত সালে বিমা আইন প্রবর্তিত হয়?

ক. ১৯০১ সালে খ. ১৯৩৮ সালে

গ. ২০০১ সালে ঘ. ২০১১ সালে

৩২. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়টি যদি কোম্পানি হয়, তাহলে কোথা থেকে নিবন্ধন লাভ করতে পারে?

ক. কমিশনারের অফিস থেকে

খ. জেলা প্রশাসকের কাছ থেকে

গ. রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক থেকে

ঘ. সিটি করপোরেশন থেকে

৩৩. পৌর এলাকার ট্রেড লাইসেন্স ইস্যু করে কে?

ক. ইউনিয়ন কর্তৃপক্ষ খ. জেলা কর্তৃপক্ষ

গ. পৌর কর্তৃপক্ষ ঘ. কাউন্সিলর

৩৪. কোন বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণ নির্ণয় করা দুঃসাধ্য?

ক. অগ্নিবিমা খ. শস্যবিমা

গ. জীবনবিমা ঘ. নৌবিমা

উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব মিলন কম্পিউটার বিষয়ে পারদর্শী। তিনি বহুদিন ধরে গবেষণা করে একটি সফটওয়্যার আবিষ্কার করেন। কিন্তু এর নিবন্ধন না করেই সফটওয়্যারটি ব্যবসায়িক উদ্দেশ্যে বাজারজাত করেন। পরবর্তী সময়ে বাজারে একই সফটওয়্যারের নকল বের হলে জনাব মিলন আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

৩৫. নিচের কোনটি মেধাভিত্তিক?

i. কপিরাইট

ii. পেটেন্ট

iii. ট্রেডমার্ক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. জনাব মিলন কোনটি গ্রহণ করলে তাঁকে ক্ষতির সম্মুখীন হতে হতো না?

ক. নিবন্ধন খ. মামলা

গ. নিবন্ধন কপিরাইট ঘ. ট্রেডমার্ক

৩৭. নিচের কোনটি ব্যবসায়ের আইনগত দিক নয়?

ক. লাইসেন্স খ. ট্রেডমার্ক

গ. ফ্র্যাঞ্চাইজ ঘ. সুনাম

৩৮. বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে?

ক. অর্থ খ. শিল্প

গ. সংস্থাপন ঘ. আইন

৩৯. বিমা চুক্তির দলিলকে কী বলা হয়?

ক. বিমাপত্র খ. অঙ্গীকারনামা

গ. বিশেষ প্রতিশ্রুতি ঘ. বিমাকারী

উদ্দীপকটি পড়ে ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব রিমেল একজন পাট ব্যবসায়ী। তিনি গুদামে র​ক্ষিত পাটের ক্ষতির আশঙ্কায় একটি বিমা কোম্পানির সঙ্গে নির্দিষ্ট মেয়াদের চুক্তি করেন।

৪০. জনাব রিমেল কোন ধরনের বিমা করেন?

ক. দুর্ঘটনা বিমা খ. অগ্নিবিমা

গ. চৌর্য বিমা ঘ. শস্যবিমা

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৩১.খ ৩২.গ ৩৩.গ ৩৪.গ ৩৫.ঘ ৩৬.গ ৩৭.ঘ ৩৮.খ ৩৯.ক ৪০.খ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা