বড় রাস্তার ধারে কাশবনে দাঁড়িয়ে রেলগাড়ি দেখছে অপু ও দুর্গা
বড় রাস্তার ধারে কাশবনে দাঁড়িয়ে রেলগাড়ি দেখছে অপু ও দুর্গা

বহুনির্বাচনি প্রশ্ন (১৪-২৪) : আম–আঁটিঁর ভেঁপু | বাংলা ১ম পত্র - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

আম–আঁটিঁর ভেঁপু

১৪. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে অপুর মায়ের নাম কী?

ক. স্বর্ণগোয়ালিনী খ. সর্বজয়া

গ. দুর্গা ঘ. লক্ষ্মী

১৫. আমের গুঁটি কখন ঝরে পড়ে?

ক. সোনালি রোদে খ. সকালের রোদে

গ. দুপুরের রোদে ঘ. বৃষ্টিতে

১৬. দুর্গাদের বাড়ির চারপাশে কী ছিল?

ক. খেলার মাঠ খ. জঙ্গল

গ. পুকুর ঘ. ফুলের বাগান

১৭. হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কী?

ক. পরশ রায় খ. সুব্রত রায়

গ. নীলমণি রায় ঘ. অসীম রায়

১৮. হরিহর রায়ের পাশের বাড়িটি কার?

ক. ভুবন মুখুয্যের খ. নীলমণি রায়ের

গ. ঠাকুরঝির ঘ. কমল রায়ের

১৯. নীলমণি রায়ের বাড়িটি কেমন ছিল?

ক. পরিপাটি খ. সুন্দর

গ. সুসজ্জিত ঘ. জঙ্গলাবৃত

২০. অপুদের বাড়ির দেওয়ালের ফাটলে কী কী গাছ গজিয়েছিল?

ক. বটগাছ ও বিছুটির গাছ

খ. কালমেঘ ও নিমগাছ

গ. কালমেঘ ও বিছুটির গাছ

ঘ. নলখাগড়া ও কন্টিকারি

২১. দুর্গা অপুকে মুখ মুছতে বলেছিল কেন?

ক. ময়লা লেগে থাকায়

খ. আম লেগে থাকায়

গ. লঙ্কার গুঁড়া লেগে থাকায়

ঘ. নুনের গুঁড়া লেগে থাকায়

২২. দুর্গা তার মায়ের ডাকে সাড়া দিল না কেন?

ক. রাগ করেছে বলে

খ. মুখভর্তি আম ছিল বলে

গ. দাঁতে ব্যথা বলে

ঘ. শুনতে পায়নি বলে

২৩. দ্রুতগতিতে দুর্গা কী খেতে শুরু করল?

ক. মিষ্টি খ. আচার

গ. আমের চাকলা ঘ. শসা

২৪. সর্বজয়া কখন থেকে ক্ষার কেচেছে?

ক. সকাল থেকে খ. দুপুর থেকে

গ. সন্ধ্যা থেকে ঘ. বিকেল থেকে

সঠিক উত্তর

আম–আঁটিঁর ভেঁপু: ১৪.খ ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.খ ১৯.ক ২০.গ ২১.ক ২২.খ ২৩.গ ২৪.ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]