নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ২৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছেদ ২৩

১১. ‘অনুসর্গ’ সাধারণত কোথায় বসে?

ক. শব্দের পূর্বে খ. শব্দের মধ্যে

গ. শব্দের পরে ঘ. বাক্যের শেষে

১২. ‘সে কাজ ছাড়া কিছুই বোঝে না।’ এই বাক্যে অনুসর্গ কোনটি?

ক. কাজ খ. কিছু

গ. ছাড়া ঘ. বোঝে

১৩. ‘কোন পর্যন্ত পড়েছ?’ এই বাক্যে অনুসর্গ কোনটি?

ক. কোন খ. পড়া

গ. পর্যন্ত ঘ. আ

১৪. ‘বাইরে ভীষণ রোদ।’—এই বাক্যে অনুসর্গ কোনটি?

ক. ভীষণ খ. রোদ

গ. বাইরে ঘ. এভাবে

১৫. ‘কারণ ছাড়া কিছু হয় না’—এ বাক্যে অনুসর্গ কোনটি?

ক. ছাড়া খ. কার্য

গ. হয় ঘ. কারণ

১৬. ‘আমার দিকে তাকাবে না।’—এ বাক্যে অনুসর্গ কোনটি?

ক. এভাবে খ. না

গ. তাকাবে ঘ. দিকে

১৭. ‘এক বছর ধরে নির্মাণকাজ চলছে।’—এ বাক্যে অনুসর্গ কোনটি?

ক. ধরে খ. দুই

গ. চলছে ঘ. মাস

১৮. ‘ফি বাবদ তোমাকে এক শ টাকা দেব।’—এ বাক্যে ‘বাবদ’ কোন শব্দ?

ক. অনুসর্গ খ. উপসর্গ

গ. বিশেষণ ঘ. যোজক

১৯. ‘বহুদিন ধরে অপেক্ষা করে আছি।’—এ বাক্যে ‘ধরে’ কোন অনুসর্গ?

ক. বিভক্তিজাত খ. অব্যয়জাত

গ. সাধারণ ঘ. ক্রিয়াজাত

২০. ‘এ দেশের মাঝে একদিন সব ছিল।’ — এখানে ‘মাঝে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. সর্বত্র খ. মধ্যে

গ. একদেশিক ঘ. ব্যাপ্তি

সঠিক উত্তর

পরিচ্ছেদ ২৩: ১১.গ ১২.গ ১৩.গ ১৪.গ ১৫.ক ১৬.ঘ ১৭.ক ১৮.ক ১৯.ঘ ২০.গ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা