এসএসসি ২০২৩ - কৃষিশিক্ষা | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৫১. FCR–এর মান সব সময় কতর চেয়ে বড় হয়?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

৫২. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের বৈশিষ্ট্য—

i. উঁচু ভূমি

ii. জৈব পদার্থ নিম্নমাত্রার

iii. অম্লমানের মাত্রা ৫.৫–৬.৫

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৩. কোনটি খাদ্য সংরক্ষণ ও গুদামজাতকরণের সময় খাদ্যের গুণগত মান এবং ওজনকে ক্ষতিগ্রস্ত করে?

ক. কার্বন ডাই–অক্সাইড

খ. ভাইরাস

গ. ব্যাকটেরিয়া

ঘ. তাপমাত্রা

৫৪. বিপণন কাজের অন্তর্ভুক্ত হলো—

i. বীজ সংগ্রহ

ii. প্যাকেটজাত করা

iii. বিজ্ঞপ্তি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৫. বীজ সংরক্ষণের প্রাথমিক ধাপ কোনটি?

ক. বীজ শুকানো

খ. বীজ প্রক্রিয়াজাতকরণ

গ. বীজ বিপণন

ঘ. বীজ উৎপাদন

৫৬. শুকনো বীজে আর্দ্রতার মাত্রা শতকরা কত হলে ভালো হয়?

ক. ৮–৯ % খ. ৯ –১০%

গ. ১০–১১% ঘ. ১২–১৩%

৫৭. বাংলাদেশের কৃষি পরিবেশ অঞ্চল কয়টি?

ক. ১৫টি খ. ২০টি

গ. ২৫টি ঘ. ৩০টি

৫৮. তুলা চাষের জন্য জমি চাষ দিতে হয় কতবার?

ক. ৪ বার খ. ৬ বার

গ. ৮ বার ঘ. ১০ বার

৫৯. শুষ্ক অ্যালজিতে শতকরা কত ভাগ আমিষ থাকে?

ক. ৫০–৭০ ভাগ খ. ৫০–৭৫ ভাগ

গ. ৫৫–৮০ ভাগ ঘ. ৭৫–০২ ভাগ

৬০. পোনা মাছের খাদ্যে FCR কত হওয়া উচিত?

ক. ১.০ খ. ১.৫

গ. ২.০ ঘ. ২.৫

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫১.ক ৫২.ঘ ৫৩.ক ৫৪.ক ৫৫.ঘ ৫৬.ঘ ৫৭.ঘ ৫৮.গ ৫৯.ক ৬০.খ

মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা