নবম শ্রেণির পড়াশোনা
৩১. ‘শক্তিমুদ্রা’ বলা হয় কাকে?
ক. DNA খ. RNA
গ. ATP ঘ. CO2
৩২. কোন প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?
ক. সালোকসংশ্লেষণ খ. শ্বসন
গ. প্রস্বেদন ঘ. অভিস্রবণ
৩৩. সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে CO2 ও পানি থেকে কোন জাতীয় খাদ্য উৎপাদন করে?
ক.শর্করা খ. আমিষ
গ. স্নেহ ঘ. ভিটামিন
৩৪. কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি?
ক. জলজ খ. স্থলজ
গ. বায়ুপরাগী ঘ. পরগাছা
৩৫. সালোকসংশ্লেষণের দুটি পর্যায় কোন বিজ্ঞানী ভাগ করেন?
ক. ব্ল্যাকম্যান
খ. জোহান মেন্ডেল
গ. আইজাক নিউটন
ঘ. মাদামকুরি
৩৬. আলোকরশ্মির ফোটন শোষণ করে কে?
ক. অক্সিজেন অণু খ. ক্লোরোফিল অণু
গ. কার্বন অণু ঘ. এটিপি
৩৭. সবুজ উদ্ভিজে কার্বন ডাই–অক্সাইড বিজারণের কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. ছয়
৩৮. ক্যালভিন চক্র আবিষ্কারের জন্য বিজ্ঞানী ক্যালভিন কত সালে নোবেল পুরস্কার পান?
ক. ১৯৪৫ খ. ১৯৫২
গ. ১৯৬১ ঘ. ১৯৬৮
৩৯. কিসের প্রভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই–অক্সাইড
গ. পানি ঘ. সূর্যালোক
৪০. সালোকসংশ্লেষণ ভালো হয় না কোন আলোতে?
ক. লাল ও নীল খ. নীল ও কমলা
গ. বেগুনি ও লাল ঘ. সবুজ ও হলুদ
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৩১.গ ৩২.ক ৩৩.ক ৩৪.ক ৩৫.ক ৩৬.খ ৩৭.খ ৩৮.গ ৩৯.ঘ ৪০.ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা