পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১. রিফু করার সময় ছেঁড়া অংশের চারদিকে দেওয়া দাগের ওপর কোন ফোঁড় দিতে হয়?
ক. বখেয়া খ. রান
গ. লেজিডেজি ঘ. স্যাটিন
২. ছেলেদের প্যান্ট, শিশুদের জামায় নকশা তালি হিসেবে কী ব্যবহার করা হয়?
ক. রঙিন কাপড় খ. বড় স্টিকার
গ. শক্ত কাগজ ঘ. সার্টিন কাপড়
৩. ৪৭৫–৫০০ ডিগ্রি ফারেনহাইট তাপে কোন তন্তুর কাপড় ইস্ত্রি করা হয়?
ক. লিনেন খ. কৃত্রিম তন্তু
গ. সুতি ঘ. পশম
৪. পশমি বস্ত্রের শত্রু কোন পোকা?
ক. উইপোকা খ. মথপোকা
গ. রুপালি পোকা ঘ. তেলাপোকা
৫. পরিমাণমতো পানি দিয়ে সহজে কাপড় কাচা যায় কোনটির মাধ্যমে?
ক. সাবান খ. বোরাক্স
গ. স্টার্চ ঘ. গুঁড়া সাবান
৬. লবণযুক্ত গরম পানিতে কত মিনিট পা ডুবিয়ে রাখলে ক্লান্তি দূর হয়?
ক. ৩০ থেকে ৩৫ মিনিট
খ. ৫ থেকে ২০ মিনিট
গ. ১০ থেকে ৩০ মিনিট
ঘ. ১০ থেকে ১৫ মিনিট
৭. কোন ধরনের পোশাক পরিপাটির অন্তরায়?
ক. পরিষ্কার পোশাক
খ. দামি পোশাক
গ. উজ্জ্বল পোশাক
ঘ. অপরিচ্ছন্ন পোশাক
৮. মোটা মেয়েদের কোন ছাপার পোশাক পরলে মোটা কম লাগবে?
ক. বড় ছাপা খ. ছোট ছাপা
গ. রঙিন ছাপা ঘ. এক রঙের
৯. কাপড় ধোয়ার সময় কাপড়কে নানাভাগে ভাগ করা হয় কিসের ভিত্তিতে?
ক. কাজের খ. ধোয়ার
গ. পরিষ্কার করার ঘ. সময়ের
১০. কোন রং ধারণ করলে তুষের পানি ব্যবহার উপযোগী হয়?
ক. সাদা খ. বাদামি
গ. হলুদ ঘ. লাল
সঠিক উত্তর
অধ্যায় ১৮: ১.খ ২.খ ৩.ক ৪.খ ৫.ঘ ৬.ক ৭.ঘ ৮.খ ৯.খ ১০.খ
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা